৯০ বছর বয়সে প্রয়াত হলেন সত্যজিৎ রায়ের সিনেম্যাটোগ্রাফার সৌম্যেন্দু রায়। দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সত্যজিৎ রায়ের ২১টি সিনেমায় সিনেম্যাটোগ্রাফারের কাজ করেছিলেন। সত্যজিৎরায়ের মৃত্যু পর্যন্ত তাঁরা এক সাথেই কাজ করতেন। ২০০০ সালের পর থেকে সিনেমার সবরকম কাজ বন্ধই করে দিয়েছিলেন তিনি। বালিগঞ্জের বাড়িতে একাই থাকতেন। অবিবাহিত ছিলেন। সঙ্গী বলতে ছিল বাড়ির দু'জন পরিচারক। বুধবার দুপুর সাড়ে ১২টা নাগাদ মৃত্যু হয় তাঁর।
সত্যজিৎ রায় সৌম্যেন্দু বাবুকে 'রায়' বলেই ডাকতেন। আর সৌম্যেন্দুবাবু সত্যজিৎ রায়কে ডাকতেন 'মানিক দা' বলে। দু'জনের সম্পর্ক ছিল দেখার মতো। 'পথের পাঁচালী' সিনেমায় কাজ করার সময় দু'জনের পরিচয় হয়েছিল। ওই সিনেমায় ক্যামেরা কেয়ারটেকারের দায়িত্বে ছিলেন সৌম্যেন্দু রায়।
১৯৬০ সালে 'রবীন্দ্রনাথ ঠাকুর' তথ্যচিত্রের মাধ্যমে। ওই প্রোজেক্টে ক্যামেরার দায়িত্বে ছিলেন সৌম্যেন্দু রায়। এর পর সত্যজিৎ রায়ের 'অভিযান', 'তিন কন্যা', 'গুপী গাইন বাঘা বাইন', 'অরণ্যের দিনরাত্রি', 'চিড়িয়াখানা', 'সোনার কেল্লা', সহ একাধিক সিনেমায় সিনেম্যাটোগ্রাফার হিসেবে তাঁর কাজ দর্শকদের মন জয় করে নিয়েছিল।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন