Kanchan Mullick: জুনিয়র ডাক্তারদের নিয়ে কাঞ্চনের মন্তব্য ঘিরে বিতর্ক, বাতিল করা হল নাটকের শো

People's Reporter: আগামী বছর জানুয়ারি মাসে শিলিগুড়িতে ‘চেতনা’ নাট্যদলের সঙ্গে কাঞ্চন মল্লিকের ‘মাগনরাজার পালা’ নাটকে অভিনয় করার কথা ছিল। বর্তমান পরিস্থিতিতে সেই নাটকের শো বাতিল করেছেন উদ্যোক্তরা।
কাঞ্চন মল্লিক
কাঞ্চন মল্লিকছবি - সংগৃহীত
Published on

আর জি কর কাণ্ড নিয়ে কাঞ্চন মল্লিকের ‘সরকারি বেতন’ মন্তব্য নিয়ে তৈরি হওয়া বিতর্কের জেরে অভিনেতা অভিনীত নাটকের শো বাতিল করতে বাধ্য হল দল। নাট্যদলের পক্ষ থেকে সুজন নীল মুখোপাধ্যায় সোমবার জানিয়েছেন, শো বাতিল করা হয়েছে।

আগামী বছর জানুয়ারি মাসে শিলিগুড়িতে ‘চেতনা’ নাট্যদলের সঙ্গে কাঞ্চন মল্লিকের ‘মাগনরাজার পালা’ নাটকে অভিনয় করার কথা ছিল। সেই নাটকে অভিনয় করার কথা ছিল সুজন মুখোপাধ্যায়ের। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই নাটকের শো বাতিল করেছেন উদ্যোক্তরা। সোমবার নিজের সমাজ মাধ্যমে পোষ্ট করে নাটকের শো বাতিলের কথা জানিয়েছেন সুজন।

কাঞ্চনের করা মন্তব্য সমর্থন করেননি সুজন। এক সংবাদ মাধ্যমে তিনি জানিয়েছেন, এই ধরণের ঘটনায় কাজ ও সম্পর্কের উপর প্রভাব পড়ে। বিচ্ছেদও তৈরি হয়।

উল্লেখ্য, আর জি কর কাণ্ডের বিচার চেয়ে জুনিয়র চিকিৎসকদের করা আন্দোলন নিয়ে রবিবার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক এক সংবাদমাধ্যমে বলেন, “অনেক সরকারি কর্মচারি কর্মবিরতিতে রয়েছেন। তারা সরকারের থেকে বেতন নিচ্ছেন তো নাকি? বোনাস নেবেন তো, না সেটা প্রত্যাহার করবেন?”

অভিনেতার এই মন্তব্যের পর থেকেই তীব্র সমালোচনা শুরু হয়। কড়া সমালোচনা করেন তাঁর অভিনয় জগতের সহকর্মীরাই। অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী নিজের সমাজ মাধ্যমে পোষ্ট করে কাঞ্চনকে ‘ত্যাজ্য’ করেছেন। অন্যদিকে, কাঞ্চনকে কিছুটা কটাক্ষ করে ঋত্বিক চক্রবর্তী নিজের সমাজ মাধ্যমে লিখেছেন, “ঘাটা মল্লিক, চাটা মল্লিক, ফাটা মল্লিক, টা টা মল্লিক।“

কাঞ্চনের মন্তব্যের কড়া সমালোচনা করেছেন তাঁর সহকর্মী জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। সমাজ মাধ্যমে পোষ্ট করে অভিনেতা লেখেন, ‘‘এমএলএ সাহেব কি নিজের পকেট থেকে সরকারি কর্মচারীদের মাইনে ও ডিএ দেন নাকি? আপনার মাইনেটাও যেমন সাধারণের ট্যাক্সের টাকায় হয়, তাদের টাও তাই।”

যদিও টলিপাড়ায় তাঁর মন্তব্য নিয়ে যে সমালোচনার ঝড় উঠেছে, তার বিরুদ্ধে কোনো মন্তব্য করতে নারাজ বিধায়ক-অভিনেতা কাঞ্চন মল্লিক। এক সংবাদ মাধ্যমে তিনি জানিয়েছেন, যে যাঁর মত প্রকাশ করছেন। তিনিও সেটাই করেছিলেন।

কাঞ্চন মল্লিক
মনুষ্যত্ব, বিবেক, বুদ্ধি, বিবেচনা, শিক্ষা সব হারিয়ে ফেলেছিস - কাঞ্চন মল্লিকের কড়া সমালোচনায় সুদীপ্তা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in