'নায়ক' সিনেমার কপিরাইটের মালিকানা সত্যজিৎ রায়েরই। এমনই রায় দিল দিল্লি হাইকোর্ট। পাশাপাশি খারিজ হয়ে গেল আরডি বানশালের পরিবারের আবেদন।
প্রযোজক আরডি বানশাল আদালতে দাবি করেছিলেন, 'নায়ক' চলচ্চিত্রের চিত্রনাট্যের কপিরাইট তাঁদের। কিন্তু সেই আবেদন বিচারপতি সি হরিশঙ্করের বেঞ্চে খারিজ হয়ে যায়। বিচারপতি বলেন, 'চলচ্চিত্রের চিত্রনাট্যের কপিরাইটের প্রথম মালিক হিসেবে এই অধিকার থাকবে সত্যজিত রায়ের কাছেই। তাঁর মৃত্যুর পর সেই অধিকার তাঁর পুত্র সন্দীপ রায় এবং সোসাইটি ফর প্রিজার্ভেশন অব সত্যজিৎ রায় আর্কাইভসের। তাঁরা তৃতীয় কোনও পক্ষকে কাজ করার দায়িত্ব দিতে পারেন। এই বিতর্ক দীর্ঘদিন ধরেই চলছিল। যা সম্পূর্ণ ভিত্তিহীন।'
বিচারপতি এও বলেন, আমি বিষয়টি ভালো করে পর্যবেক্ষণ করেছি। উপন্যাসটি নিয়ে চিত্রনাট্য লিখেছিলেন সত্যজিৎ রায় নিজে। ফলে অন্য কারুর কপিরাইটের অধিকার হতে পারে না।
আরডি বানশালের পরিবারের দাবি ছিল, চিত্রনাট্যটি আর ডি বানশালের সহযোগিতায় তৈরি করেছিলেন সত্যজিৎ রায়। ফলে কপিরাইটের অধিকার প্রযোজকের থাকা উচিত। আর সোসাইটি ফর প্রিজার্ভেশন অব সত্যজিৎ রায় আর্কাইভস চিত্রনাট্যটিকে গদ্যের আকারে লেখার দায়িত্ব দিয়েছিল ভাস্কর চট্টোপাধ্যায়কে। তাতেই আপত্তি জানায় প্রযোজকের পরিবার। তবে দিল্লি হাইকোর্টের রায়ের পর সমস্ত কিছু স্পষ্ট হয়ে যায়।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন