কোভিড বিধি লঙ্ঘন করার অভিযোগে জরিমানা করা হলো অভিনেত্রী ঈশা সাহাকে। নাইট কার্ফু ভেঙে রাতের শহরে গাড়ি নিয়ে বেরিয়েছিলেন তিনি। তখনই পুলিশ আটকায় তাঁকে। থানায় নিয়ে যাওয়া হয় অভিনেত্রীকে। যদিও জরিমানা করেই ছেড়ে দেওয়া হয়েছে অভিনেত্রী ও তাঁর গাড়িটিকে।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে সল্টলেকের চার নম্বর গেট পার করার সময় পুলিশ আটকায় অভিনেত্রীর গাড়ি। করোনা আবহে তিনি কেন নাইট কার্ফু অমান্য করে রাস্তায় বেরিয়েছেন, সেই বিষয়ে প্রশ্ন করা হয় তাঁকে। অভিযোগ, এই প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি তিনি। এরপরই পুলিশের গাড়িতে করে তাঁকে থানায় নিয়ে যাওয়া হয়। যদিও সেখানে কেবল চালান কেটে জরিমানা নিয়েই ছেড়ে দেওয়া হয় তাঁকে।
আজ সকালে এই খবর প্রকাশ হতেই সোশ্যাল মিডিয়ায় অনেকেই অভিনেত্রীর দিকে আঙুল তোলেন। তিনি কেন কোভিড বিধি লঙ্ঘন করে রাতে রাস্তায় বেরিয়েছেন তা নিয়ে বিস্তর তর্কবিতর্ক শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। এই ঘটনায় আরো বিরক্ত অভিনেত্রী। এক সংবাদমাধ্যমে এই বিষয়ে নিজের ক্ষোভ প্রকাশ করে তিনি জানিয়েছেন, আমি কি খুন করেছি? নাকি মদ খেয়ে গাড়ি চালিয়েছি? জানি না ছোট একটা ব্যাপারকে কেন এতো বড় করে দেখানো হচ্ছে।
অভিনেত্রী জানিয়েছেন, সল্টলেকের আগে বেলেঘাটায় নাকা চেকিংয়ে প্রায় ৪৫ মিনিট আটকে থাকার কারণে নির্দিষ্ট সময়ের আগে বাড়ি ফিরতে পারেননি তিনি। তাঁর সাথে আরো অনেকের গাড়ি আটকানো হয়েছিল।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন