অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চনের কন্যা আরাধ্যা বচ্চন সম্পর্কে সমস্ত ভুয়ো তথ্য গুগলকে মুছে ফেলার নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট। কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় আরাধ্যার শারীরিক অসুস্থতা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ঘোরাফেরা করছিল।
দিল্লি হাইকোর্টের বিচারপতি সি হরি শঙ্কর বলেন, একজন শিশুকে সব সময় সম্মান প্রদান করা উচিত। কখনই অবহেলা করা উচিত নয়। যদি শিশুটিকে অসম্মান করা হয় তা সম্পূর্ণ আইন বিরোধী বা আইন তা প্রশ্রয় কোনোমতেই দেবে না।
কোর্ট অন্তর্বর্তী নির্দেশে বলেছে, অবিলম্বে গুগলকে আরাধ্যা সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য প্রচারকারীদের প্রশ্ন করতে হবে। কেন তারা ভুল খবর ছড়িয়েছে? মামলাকারীর আবেদনের ভিত্তিতে সমস্ত ভুয়ো খবর নজরে এলেই সরিয়ে ফেলতে হবে গুগলকে। ইউটিউব চ্যানেলগুলিকে আরাধ্যার শারীরিক অবস্থা সম্পর্কে কোনো কিছু শেয়ার করতে সম্পূর্ণ নিষেধ করা হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরেই আরাধ্যাকে নিয়ে বিভিন্ন ইউটিউব চ্যানেল ভিডিও বানাচ্ছিল। তাদের দাবি ছিল আরাধ্যা খুবই অসুস্থ। আশঙ্কাজনক অবস্থায় আছে। এমনকি কিছু কিছু চ্যানেল আরাধ্যা 'আর নেই' বলেও ভিডিও বানিয়েছে বলে অভিযোগ। যার জেরে আরাধ্যা বচ্চন আদালতের দ্বারস্থ হন। মেয়ের সঙ্গে গিয়েছিলেন বাবা অভিষেক বচ্চন। আবেদনে বলা হয়, আরাধ্যা সম্পর্কে কেন এমন ভুল খবর প্রকাশ্যে বলা হচ্ছে। এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা উচিত। সূত্রের খবর, আদালতের সিদ্ধান্তে খুশি বচ্চন পরিবার।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন