Miss Universe: ইতিহাস গড়ল ডেনমার্ক, মিস ইউনিভার্স হলেন ভিক্টোরিয়া কেয়া! সেরা ১২তেও স্থান পেল না ভারত

People's Reporter: বিশ্বজুড়ে ১২০ জন প্রতিযোগীর মধ্যে সেরার শিরোপা ছিনিয়ে নিয়েছেন ভিক্টোরিয়া। পাশাপাশি, এই প্রথম ডেনমার্কের কেউ এই খেতাব অর্জন করলেন।
মিস ইউনিভার্স  ভিক্টোরিয়া কেয়া থিলভিগ
মিস ইউনিভার্স ভিক্টোরিয়া কেয়া থিলভিগছবি - সংগৃহীত
Published on

এবারেও মিস ইউনিভার্সের মুকুট পেল না ভারত। ‘মিস ইউনিভার্স ২০২৪’ –এর মুকুট উঠল ডেনমার্কের ২১ বছর বয়সী তরুণী ভিক্টোরিয়া কেয়া থিলভিগের মাথায়। বিশ্বজুড়ে ১২০ জন প্রতিযোগীর মধ্যে সেরার শিরোপা ছিনিয়ে নিয়েছেন ভিক্টোরিয়া। পাশাপাশি, এই প্রথম ডেনমার্কের কেউ এই খেতাব অর্জন করলেন।

শনিবার মেক্সিকোর অ্যারেনায় ৭৩ তম মিস ইউনিভার্সের আসর বসেছিল। বিজয়ীর নাম ঘোষণার পর মিস ইউনিভার্সের অফিসিয়াল ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে কেয়াকে শুভেচ্ছা জানিয়েছেন কর্তৃপক্ষ। আগামী দিনে বিশ্বব্যাপী নারীদের অগ্রগতি ও ক্ষমতায়নে উৎসাহ দেওয়ার কথাও জানিয়েছেন তাঁরা।

ভিক্টোরিয়া কেয়া থিলভিগ, যিনি পাঁচ বছর বয়স থেকেই এই খেতাব জেতার স্বপ্ন দেখতেন। ১৭ বছর বয়সে প্রথম মিস ডেনমার্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলে ভিক্টোরিয়া। সেখানে তৃতীয় হন তিনি। এরপর ২০২২ সালে মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনালে ডেনমার্কের হয়ে প্রতিনিধিত্ব করেন তিনি এবং শীর্ষ ২০ জনের মধ্যে নিজের যাত্রা সমাপ্ত করেন। চলতি বছরেই ডেনমার্ক মিস ইউনিভার্সে অংশগ্রহণ করেন এবং দেশের সেরা হয়ে শিরোপা অর্জন করেন তিনি। তারপর মিস ইউনিভার্স ২০২৪-এ ডেনমার্কের প্রতিনিধি হয়ে অংশ নেন এবং এখানেও সেরা হলেন তিনি।

বিজনেস এবং মার্কেটিং –এ স্নাতক হওয়ার পর ভিক্টোরিয়া হিরে ব্যবসা নিয়ে বিশেষ ডিগ্রি নিয়ে গহনা শিল্পে প্রবেশ করেছেন। পাশাপাশি, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে আইন নিয়ে পড়াশোনার পরিকল্পনাও রয়েছে তাঁর। তিনি একজন প্রাক্তন পেশাদার নৃত্যশিল্পী। ইউরোপীয় এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রতিদ্বন্দ্বিতাও করেছেন তিনি।

মিস ইউনিভার্স ২০২৪ –এ দ্বিতীয় হয়েছেন নাইজেরিয়ার প্রতিযোগী চিদিম্মা আদেতশিনা এবং তৃতীয় হয়েছেন মেক্সিকোর মারিয়া ফার্নান্দা বেলট্রান।

মিস ইউনিভার্স ২০২৪ –এ অংশগ্রহণ করেছিলেন ভারতের রিয়া সিং। সেরা ৩০ পর্যন্ত উঠলেও সেরা ১২ জনের দৌড়ে ছিটকে যান তিনি। রিয়ার বয়স মাত্র ১৯ বছর।সেপ্টেম্বর মাসে মিস ইউনিভার্স ইন্ডিয়ার খেতাব জিতেছিলেন তিনি। তাঁর মাথায় মিস ইউনিভার্স ইন্ডিয়ার মুকুট পরিয়ে দিয়েছিলেন অভিনেত্রী উর্বশী রাওটেলা।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in