বিজেপির হুমকির জের, ডাবর, ফ্যাবইন্ডিয়ার পর বন্ধ সব্যসাচী মুখার্জির মঙ্গলসূত্রের বিজ্ঞাপন

বিজেপি নেতারা হুমকি দিচ্ছেন। আর একটার পর একটা বিজ্ঞাপন বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে কোম্পানি। বিজ্ঞাপন বন্ধের যেন মরশুম শুরু হয়েছে দেশজুড়ে।
বিজ্ঞাপনের দৃশ্য
বিজ্ঞাপনের দৃশ্যছবি সংগৃহীত
Published on

বিজেপি নেতারা হুমকি দিচ্ছেন। আর একটার পর একটা বিজ্ঞাপন বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে কোম্পানি। বিজ্ঞাপন বন্ধের যেন মরশুম শুরু হয়েছে দেশজুড়ে। তানিষ্ক, মান‍্যবর, ফ‍্যাবইন্ডিয়া, ডাবরের পর এবার ফ‍্যাশন ডিজাইনার সব‍্যসাচী মুখার্জিও তাঁর মঙ্গলসূত্রের বিজ্ঞাপন বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন। গতকালই বিজেপি শাসিত মধ্যেপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছিলেন।

'বিতর্কিত' বিজ্ঞাপনটি সরানোর জন্য সব‍্যসাচী মুখার্জিকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিলেন নরোত্তম মিশ্র। নিজের ট‍্যুইটারে তিনি লিখেছিলেন, "ফ‍্যাশন ডিজাইনার সব‍্যসাচী মুখার্জির মঙ্গলসূত্রের বিজ্ঞাপনটি অত‍্যন্ত আপত্তিজনক। মনে আঘাত দেয়। ২৪ ঘণ্টার মধ্যে যদি আপত্তিকর বিজ্ঞাপনটি সরানো না হয় তাহলে সব‍্যসাচী মুখার্জির বিরুদ্ধে মামলা দায়ের করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।"

এরপরই কোম্পানির তরফ থেকে একটি বিবৃতি দিয়ে বিজ্ঞাপনটি তুলে নেওয়ার কথা জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, "ঐতিহ্য এবং সংস্কৃতির মিশ্রণের প্রেক্ষাপটে মঙ্গলসূত্র বিজ্ঞাপনের উদ্দেশ্য ছিল অন্তর্ভুক্তি এবং ক্ষমতায়ন সম্পর্কে কথা বলা। কেবলমাত্র সেলিব্রেশনের জন‍্যই ছিল বিজ্ঞাপনটি। আমরা অত‍্যন্ত দুঃখিত যে এই বিজ্ঞাপন সমাজের একটি অংশের অনুভূতিতে আঘাত হেনেছে। তাই আমরা এই বিজ্ঞাপনটি তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।"

নিজের সোশ্যাল মিডিয়া অ‍্যাকাউন্ট থেকেও বিজ্ঞাপনটি সরিয়ে নিয়েছেন সব‍্যসাচী মুখার্জি।

বিজ্ঞাপন তুলে নেওয়ার বিবৃতি
বিজ্ঞাপন তুলে নেওয়ার বিবৃতি

প্রসঙ্গত, গত বুধবার সব‍্যসাচী মুখার্জি তাঁর তৈরি মঙ্গলসূত্রের বিজ্ঞাপন প্রকাশ করেন। বিজ্ঞাপনের মডেলদের গলায় মঙ্গলসূত্র থাকলেও তাঁদের পরণে ছিল অন্তর্বাস। এই নিয়েই বিতর্ক শুরু হয়। এটা 'হিন্দু ঐতিহ‍্যের বিরুদ্ধে' বলে অভিযোগ করেন হিন্দুত্ববাদী সংগঠন ও বিজেপি নেতারা‌। 'অশ্লীল' তকমাও লাগানো হয়।

প্রসঙ্গত, সম্প্রতি নরোত্তম মিশ্রের হুমকির জেরে ডাবর কোম্পানি তাদের একটি বিজ্ঞাপন বন্ধ করে দিয়েছে। বিজ্ঞাপনে দেখানো হয়েছিল সমকামী দুই নারী একে অপরের মঙ্গল কামনা করে 'করবা চৌথ' ব্রত পালন করছেন। তার আগে সম্প্রীতির বার্তা দিয়ে তৈরি করা তানিস্কের একটি বিজ্ঞাপনে 'লাভ জিহাদ'-এ উৎসাহ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছিলেন উগ্র হিন্দুত্ববাদীরা। সেই বিজ্ঞাপন বন্ধ করে দিতে হয়। এই অক্টোবরে 'ফ্যাব ইন্ডিয়া' বিজ্ঞাপন নিয়েও বিতর্ক তৈরি হয়। সেখানে একটি উর্দু শব্দের ব্যবহার নিয়ে হিন্দুত্ববাদীরা প্রশ্ন তোলেন। মাঝে 'কন্যাদান' নিয়ে প্রশ্ন তুলে বিজ্ঞাপন করায় মান্যবর কোম্পানির বিরুদ্ধেও বিক্ষোভ দেখান হিন্দুত্ববাদীরা।

বিজ্ঞাপনের দৃশ্য
Dabur: বিজেপি মন্ত্রীর হুমকির জেরে বন্ধ ডাবর-এর 'করবা চৌথ' উপলক্ষ্যে তৈরি বিজ্ঞাপন

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in