দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেওয়া নিয়ে অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেবের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড়। কেউ আবার দেবের তারকা হয়ে ওঠা নিয়েও কটাক্ষ করলেন।
শুক্রবার সকালে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে যান দেব। নীল রঙের পাঞ্জাবি ও সাদা পাজামা পরে গিয়েছিলেন তিনি। সেই ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন। তাতেই বিতর্কের সৃষ্টি হয়। সোশ্যাল মিডিয়ায় কেউ লিখেছেন, তারকা বলে কি সবকিছুতে ছাড়? সাধারণ মানুষের জন্য সমস্ত নিয়মকানুন। সাধারণ মানুষ মন্দিরের মধ্যে ফোন নিয়ে প্রবেশ করতে পারেন না। কিন্তু দেব ছবি তুলে সেটা শেয়ার করছেন।
আবার কেউ লেখেন, সেলিব্রিটি বলে ঠাকুরের সাথে ভিতরে ঢুকে ছবি তুলতে দিচ্ছে। সাধারণ মানুষ উপোষ করে গিয়ে রোদ্দুরে লাইন দিয়ে দাঁড়ালেও মন্দির কর্তৃপক্ষ দর্শন করার সময়ও দেয় না। এরপর দেখা যাবে সেলিব্রিটিদের বাড়িতে ঠাকুর নিয়ে গিয়ে ওদের দিয়ে পুজো করাবে। আর সাধারণ মানুষকে বলবে ঠাকুর আজ এই সেলিব্রিটির বাড়িতে আছে আপনারা এর বাড়িতে আসুন। আবার কেউ প্রশ্ন করেছেন, 'সাংসদ বলেই কি এই ছাড়?'
উল্লেখ্য, আজই দেবের 'ব্যোমকেশ ও দুর্গরহস্য' সিনেমাহলে মুক্তি পেয়েছে। এই প্রথম ব্যোমকেশ হিসেবে দেবকে অভিনয় করতে দেখবেন ভক্তরা। এতদিন ব্যোমকেশ মানেই সকলে জানতেন হাতে একটা সিগারেট থাকবেই। কিন্তু সত্যবতী গর্ভবতী হওয়ায় ব্যোমকেশ ধূমপান করবে না। সেই দৃশ্যই ফুটিয়ে তুলেছেন দেব। সত্যবতীর চরিত্রে অভিনয় করছেন রুক্মিণী মৈত্র।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন