পাঞ্জাবি পপস্টার দিলিজিৎ দোসাঞ্ঝের ‘দিল লুমিনাটি’ শো টি দর্শকদের কাছে এক আলাদা উন্মাদনা। সম্প্রতি দেশের বিভিন্ন শহরে মিউজিক্যাল ট্যুর শুরু করেছেন দিলিজিৎ। আর তার মাঝেই মদ নিয়ে বিতর্ক যেন পিছু ছাড়ছে না তাঁর। গানের মাধ্যমে মদ, মাদকের প্রচার করার অভিযোগে গত ১৫ নভেম্বর আইনি নোটিস পেয়েছিলেন তিনি। শনিবার হায়দরাবাদে সেইমতো নিজের গানের লিরিক্স বদলে শো করেন গায়ক। এরপরই রটে যায়, আহমেদাবাদে শো করার আগেও নাকি গুজরাট সরকারের তরফে আইনি নোটিশ পেয়েছেন। এতেই বেজায় চটে যান গায়ক।
রবিবার গুজরাটের আমেদাবাদে ছিল দিলিজিৎ দোসাঞ্ঝের গানের অনুষ্ঠান। সেই মঞ্চে গান গাওয়ার মাঝেই তিনি জানান, এই শোয়ের আগে তিনি কোনও আইনি নোটিশ পাননি। যেহেতু ওই রাজ্যে মদ নিষিদ্ধ তাই তিনি গানটি করেননি।
গায়কের মন্তব্য, ‘আমি আজকেও এইধরনের কোনও গান গাইব না। আমার জন্যে তাৎক্ষণিক গানের কথা বা শব্দ বদলানো কোনও ব্যাপারই না। আরে আমি নিজে মদ খাই না। কিন্তু বলিউড তারকাদের অনেকে তো মদের বিজ্ঞাপনও করেন। দিলজিৎ দোসাঞ্ঝকে কিন্তু এহেন বিজ্ঞাপনে দেখবেন না কোনওদিন। আমাকে চটাবেন না। আমি যেখানে যাই সেখানে চুপচাপ নিজের অনুষ্ঠান করে বেরিয়ে আসি। তাই আমাকে কেন বিরক্ত করছেন?’
এরপরই সরকারকে তোপ দেগে দিলজিতের মন্তব্য, ‘আমাদের দেশের সব রাজ্যগুলোতে যদি মদ নিষিদ্ধ করার ঘোষণা করা হয়, তারপরের দিন থেকেই দিলজিৎ দোসাঞ্ঝ জীবনে কোনওদিন আর ‘শরাব পি’ গানটা গাইবে না। আমি প্রতিজ্ঞা করলাম।‘
এরপরই দিলজিতের প্রশ্ন, ‘এটা কি সম্ভব হবে? এই ব্যবসায় আসলে অনেক লাভ। করোনাতে যখন গোটা দেশ বন্ধ ছিল, তখনও কিন্তু মদের ঠেক খোলা থেকেছে। আর আজকে এত বড় বড় কথা গান নিয়ে! যুবপ্রজন্মকে অত বোকা ভাববেন না। আমি তো অনেক ভক্তিগীতি গেয়েছি, সেগুলো নিয়ে তো কেউ কথা বলে না। আমার শো যেখানে যেখানে থাকবে, সেখানে একদিনের জন্য মদ নিষিদ্ধ করে দিন। আমি মদ নিয়ে গান গাইব না।‘
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন