বিশ্বজুড়ে মন্দা চরমে। সেই প্রকোপ পড়েছে বিনোদন জগতেও। কমেছে দর্শক সংখ্যাও। যার জেরে গণহারে কর্মী ছাঁটাইয়ের (Lay Off) পথে হেঁটেছে বিশ্বের অন্যতম বিনোদন সংস্থা ওয়াল্ট ডিজনি (Disney)।
মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ (Bloomberg) জানিয়েছে, ডিজনির সিইও বব ইগার কোম্পানির পুনর্গঠন করার পরিকল্পনা ঘোষণা করেছেন। যার ফলে চাকরি যেতে বসেছে ৭০০০ জন কর্মীর।
বব ইগার জানিয়েছেন, 'আমি এই সিদ্ধান্তকে হালকাভাবে নিচ্ছি না। বিশ্বজুড়ে আমাদের কর্মীদের প্রতিভাকে আমি অত্যন্ত সম্মান ও প্রশংসা করি।'
সংস্থার ২০২১-২২ সালের বার্ষিক প্রতিবেদন অনুসারে, উল্লিখিত বছরে ২ অক্টোবর পর্যন্ত বিশ্বব্যাপী ১ লক্ষ ৯০ হাজার নতুন কর্মী নিয়োগ করেছিল সংস্থাটি, যাদের মধ্যে ৮০ শতাংশই ছিল পূর্ণকালীন সময়ের কর্মী। তবে, গত ত্রৈমাসিকে প্রথমবারের মতো সংস্থার (ডিজনির) গ্রাহক সংখ্যা অনেকটাই হ্রাস পেয়েছে। যার প্রভাব পড়েছে সংস্থার উপর।
জানা যাচ্ছে, নেটফ্লিক্সের (Netflix) অন্যতম প্রতিদ্বন্দ্বী ডিজনি প্লাসের (Disney+ ) গত বছর গ্রাহক সংখ্যা ছিল ১৬৮.১ মিলিয়ন বা ১৬ কোটি ৮০ লক্ষেরও বেশি। গত ৩১ ডিসেম্বরই সেই গ্রাহক সংখ্যা ১ শতাংশ কমে যায় বিগত তিন মাসের তুলনায়। তবে লাভের দিক থেকে ডিজনির অবস্থান এখনও ভালই। গত তিন মাসে ডিজনি গ্রুপের আয় হয়েছে ২৩.৫ বিলিয়ন ডলার, যা প্রত্যাশার তুলনায় ভাল।
সূত্রের খবর, বুধবার বিনিয়োগকারীদের সঙ্গে টেলি কনফারেন্স ইগার জানিয়েছেন, 'পরিকল্পনামাফিক ইতিমধ্যেই প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলার সঞ্চয় চলছে।' গোটা বিশ্ব জুড়ে ডিজনির কর্মশক্তির প্রায় ৩ শতাংশ চাকরি ছাঁটাই হয়েছে। যার প্রভাব ভারতেও পড়তে পারে বলে আশঙ্কা করছে বিশেষজ্ঞ মহল।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন