ইতালি ভ্রমণে গিয়ে সর্বস্বান্ত দিব্যাঙ্কা ত্রিপাঠী! ভারতীয় দূতাবাসে সাহায্যের আবেদন অভিনেত্রীর

People's Reporter: খোয়া গিয়েছে পাসপোর্ট-সহ সমস্ত জরুরি কাগজপত্র, নগদ অর্থ (ভারতীয় মুদ্রায় প্রায় ১০ লক্ষ টাকা), সফরের সময় কেনা বিদেশি কিছু বহুমূল্য সামগ্রী।
দিব্যাঙ্কা ত্রিপাঠী এবং বিবেক দাহিয়া
দিব্যাঙ্কা ত্রিপাঠী এবং বিবেক দাহিয়া ছবি সৌজন্যে দিব্যাঙ্কার ইনস্টাগ্রাম হ্যান্ডেল
Published on

বিদেশ ভ্রমণে গিয়ে বিপদের মুখে তারকা দম্পতি। দিনে-দুপুরে ইতালিতে দম্পতির গাড়ি ভেঙে সর্বস্ব নিয়ে গেল ডাকাতরা। খোয়া গিয়েছে পাসপোর্ট-সহ সমস্ত জরুরি কাগজপত্র, নগদ অর্থ (ভারতীয় মুদ্রায় প্রায় ১০ লক্ষ টাকা), সফরের সময় কেনা বিদেশি কিছু বহুমূল্য সামগ্রী। সর্বস্বান্ত হয়ে ভারতীয় দূতাবাসের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন দম্পতি।

ঘটনাটি ঘটেছে ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠী এবং তাঁর স্বামী বিবেক দাহিয়ার সঙ্গে। জানা গেছে, বেশ কিছু দিন আগে হাড় ভাঙার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন দিব্যাঙ্কা। সুস্থ হয়ে হাওয়া বদলের জন্য ইতালি ভ্রমণে যান দিব্যাঙ্কা এবং তাঁর স্বামী বিবেক।

অভিনেত্রী নিজের সমাজ মাধ্যমে জানিয়েছেন, ইতালির ফ্লোরেন্সের কাছে একটি ছোট্ট গ্রামে থাকবেন পরিকল্পনা করে হোটেলের ঘর খুঁজতে বেরিয়েছিলেন তাঁরা। দুপুর নাগাদ তাঁদের গাড়িটি কাছেই দাঁড় করিয়ে হোটেলে কথা বলতে যান তাঁরা। বাইরে এসে দেখেন গাড়ি ভাঙা, ভিতরে থাকা টাকা পাসপোর্ট-সহ অন্য সব দামি ও প্রয়োজনীয় জিনিস খোয়া গিয়েছে।

অভিনেত্রী আরও জানান, ওই এলাকায় সিসিটিভি ক্যামেরা না থাকার কারণে কোনো পদক্ষেপ করেনি পুলিশ। ফলে বর্তমানে ফ্লোরেন্সেই আটকে আছেন তাঁরা। এমত অবস্থায় সমাজমাধ্যমের পাতায় ভারতীয় দূতাবাসের কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন দম্পতি।

ইতালিতে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে ইতিমধ্যেই তাঁদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানা গেছে। এক্সে পোষ্ট করে কর্তৃপক্ষ জানিয়েছে, "শ্রী বিবেক দাহিয়া ইতিমধ্যেই দূতাবাসের সাথে যোগাযোগ করছেন। তাঁকে নির্দেশনা ও সহায়তার প্রস্তাব দেওয়া হয়েছে।"

দিব্যাঙ্কা ত্রিপাঠী এবং বিবেক দাহিয়া
Aaliyah Kashyap: ‘সার্কাস’ - অনন্ত-রাধিকার বিয়ে নিয়ে কটাক্ষ অনুরাগ কন্যা আলিয়ার

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in