Dona Ganguly: আরজি কর আবহে লন্ডনে বাতিল ডোনা গাঙ্গুলির নৃত্যানুষ্ঠান

People's Reporter: জানা যাচ্ছে, আগামী ৫ অক্টোবর ইউকে-র বেঙ্গলি কালচারাল সোসাইটি রিডিংয়ের উদ্যোগে মহালয়া স্পেশাল ওই অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল।
ডোনা গাঙ্গুলি
ডোনা গাঙ্গুলি ছবি সৌজন্যে ডোনা গাঙ্গুলির ফেসবুক পেজ
Published on

আর জি কর আবহে এবার বাতিল হল ডোনা গাঙ্গুলির লন্ডনের নৃত্যানুষ্ঠান। সোশ্যাল মিডিয়া মারফত ডোনা গাঙ্গুলি এবং ‘দীক্ষা মঞ্জুরি’র অনুষ্ঠান বাতিলের খবর জানানো হয়েছে। জানা যাচ্ছে, আগামী ৫ অক্টোবর ইউকে-র বেঙ্গলি কালচারাল সোসাইটি রিডিংয়ের উদ্যোগে মহালয়া স্পেশাল ওই অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল।

আয়োজকদের তরফে সমাজ মাধ্যমে করা ওই পোষ্টে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতিতে সদস্যদের আবেগের কথা মাথায় রেখেই এই অনুষ্ঠান বাতিল করা হয়েছে। এবিষয়ে ডোনা গাঙ্গুলি এক সংবাদ মাধ্যমে জানিয়েছেন, এই আবহে তিনি নিজেও চাননি কোনও বিনোদনমূলক অনুষ্ঠান করতে। তাই উদ্যোক্তাদের সিদ্ধান্তে সম্মতি জানিয়েছেন।

জানা গেছে, ডোনা গাঙ্গুলি লন্ডনে ওই অনুষ্ঠান ছাড়াও আরও বেশ কয়েকটি অনুষ্ঠান করছেন। এবারের সব অনুষ্ঠানে ডোনার ভাবনা অন্যরকম। যেটা শুধুই বিনোদনমূলক নয়। সব অনুষ্ঠানেই প্রতিবাদ ও প্রার্থনাকেই সঙ্গী করতে চাইছেন নৃত্যশিল্পী। ডোনা জানিয়েছেন, সমস্ত মানুষের প্রতিবাদের ধরন এক রকম নয়। যাঁরা শিল্পী, তাঁরা তো তাঁদের শিল্পের মাধ্যমেই প্রতিবাদ করবেন। সেই কারণেই এবার বেছে নেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘তাসের দেশ’। তবে এই ভাবনা শুধু তাঁর একার নয়, লন্ডনের পুজো উদ্যোক্তাদেরও, জানিয়েছেন ডোনা।

লন্ডনের পাশাপাশি কলকাতাতেও এমনই এক 'প্রার্থনা অনুষ্ঠানের' আয়োজন করেছে ‘দীক্ষা মঞ্জুরি’। আগামী ২২ সেপ্টেম্বর সন্ধ্যা ছটা থেকে রবীন্দ্রসদনে তা অনুষ্ঠিত হবে। ‘মহিষাসুরমর্দিনী’ (নারী শক্তি) পরিবেশন করবেন ডোনা। ন্যারেশনে কেতন সেনগুপ্ত। কলকাতায় প্রতিবছরই মহালয়ার আগে একটি বড় অনুষ্ঠানের আয়োজন করেন ডোনা।

ডোনা গাঙ্গুলি
Jadavpur University: পড়ুয়াদের রাজনৈতিক রং দেখে নম্বর দেওয়া হয়! চাঞ্চল্যকর অভিযোগ যাদবপুরে

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in