ফের বিতর্কিত মন্তব্য করে শোরগোল ফেললেন বলিউডের অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। বলি-ইন্ডাস্ট্রি নোংরা। তাই সেখানে এসে নিজেদের কলুষিত করা উচিত নয়। দক্ষিণী তারকাদের এমনই পরামর্শ দিলেন তিনি। বললেন, 'বলিউড ইন্ডাস্ট্রিতে ঢুকে নিজেদের কলুষিত কোরো না।'
আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা: দ্য রাইস’ দেখে চমকে গিয়েছেন অভিনেত্রী। বক্স অফিস বলছে, বছরের সেরা হিট উপহার দিয়েছে এই দক্ষিণী ছবি। বলিউডি ছবিকেও রীতিমতো টেক্কা দিয়ে পুষ্পা প্রথম সারিতে। ‘পুষ্পা’ কিংবা ‘কেজিএফ’-এর মতো দক্ষিণী সিনেমাগুলো নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনার চোখে পড়ার মতো। সেই প্রেক্ষাপটকে হাতিয়ার করেই ফের বলিউডের সমালোচনায় সরব কঙ্গনা।
কঙ্গনার দাবি, দক্ষিণী সিনেমার তারকারা বলিউডের থেকে অনেকটাই এগিয়ে। কেন? তার ব্যাখ্যাও করেছেন তিনি। নেপথ্যের কারণগুলোও অভিনেত্রী বর্ণনা করে বলেন, 'প্রথমত, দক্ষিণী তারকারা নিজেদের সংস্কৃতির সঙ্গে আষ্টেপৃষ্টে জড়িত। দ্বিতীয়ত, তাঁরা নিজেদের পরিবার-পরিজনদের ভালবাসেন, পাশ্চাত্য সংস্কৃতির হাওয়া তাঁদের গায়ে লাগেনি। তৃতীয়ত, ওঁদের পেশাদারিত্ব ও প্যাশন দুটোই সমান চলে।'
আর সেই প্রেক্ষিতেই দক্ষিণী তারকাদের উদ্দেশে কঙ্গনার পরামর্শ, 'দয়া করে বলিউডে ঢুকে নিজেদের কলুষিত কোরো না।' ইনস্টা স্টোরিতে কঙ্গনা ‘কেজিএফ চ্যাপ্টার ২’ এবং ‘পুষ্পা’ ছবির ‘ও আন্তাভামা’ গানটির উল্লেখও করেছেন।
জয়ললিতার বায়োপিক ‘থালাইভি’ তে প্রধান চরিত্রে অভিনয় করেন কঙ্গনা। ছবিটি রিলিজের পর থেকেই দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রির প্রশংসা করেন তিনি। বলিউডকে ‘নর্দমা’ বলে তাচ্ছিল্য করে তামিল ইন্ডাস্ট্রিকে বিশেষ মর্যাদা দেন ‘কন্ট্রোভার্সি ক্যুইন’। এবার ফের একবার হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন অভিনেত্রী।
প্রসঙ্গত, বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে এর আগে বহুবার বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনাম হয়েছেন কঙ্গনা। তা নিয়ে নেটিজেনরা তাঁকে কটাক্ষ করতেও ছাড়েননি। তবুও মুখে কুলুপ নেই কঙ্গনার। বিতর্কিত মন্তব্য চলছেই।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন