Kamal Hasan: বিজেপিকে দেশ শাসন করার আর একটিও সুযোগ নয়, ভোট প্রচারে গিয়ে হুঙ্কার অভিনেতা কমল হাসানের

People's Reporter: কমল হাসানের আর্জি, “বিজেপিকে আর সুযোগ দেবেন না। এঁরা গণতন্ত্র বিরোধী। এরা যদি আবার ক্ষমতায় আসে, তাহলে দেশ আবার গণতান্ত্রিক আদর্শ থেকে বঞ্চিত হবে।”
কমল হাসান
কমল হাসান ফাইল ছবি সংগৃহীত
Published on

এর আগে একাধিক ইস্যুতে কেন্দ্র সরকারের চরম বিরোধিতা করেছেন দক্ষিণী সুপারস্টার তথা মাক্কাল নিধি মাইয়াম দলের সুপ্রিমো কমল হাসান। বুধবার লোকসভা ভোটের প্রচারে গিয়ে ফের একবার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সুড় চড়ালেন অভিনেতা। বললেন, বিজেপিকে দেশ শাসন করার আর একটিও সুযোগ দেওয়া যাবে না।

বুধবার ভিসিকে সভাপতি এবং 'ইন্ডিয়া' ব্লকের চিদাম্বরম সংসদীয় (সংরক্ষিত) প্রার্থী থল তিরুমাভালাবানের হয়ে প্রচারে গিয়েছিলেন অভিনেতা। সেখানে গিয়ে জনগণের উদ্দেশ্যে বিজেপিকে ভোট না দেওয়ার আবেদন জানান তিনি। কমল হাসানের আর্জি, “বিজেপিকে আর সুযোগ দেবেন না। এঁরা গণতন্ত্র বিরোধী। দেশের বুদ্ধিজীবী সমাজ উদ্বিগ্ন এই ভেবে যে, বিজেপি বারবার গণতান্ত্রিক মূল্যবোধ, আদর্শের অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে। আর আমাদের মতো যোদ্ধাদের এর বিরুদ্ধে যুদ্ধ করা উচিত। তাই দেশে গণতন্ত্র বজায় রাখতে বিজেপিকে আর সুযোগ দেবেন না। এরা যদি আবার ক্ষমতায় আসে, তাহলে দেশ আবার গণতান্ত্রিক আদর্শ থেকে বঞ্চিত হবে।”

উল্লেখ্য, ২০১৮ সালে মাক্কাল নিধি মাইয়াম দল প্রতিষ্ঠা করেন কমল হাসান। এরপর ২০১৯ –এর লোকসভা নির্বাচনে তামিলনাড়ুর ৩৯ টি আসনের মধ্যে ৩৮ তে প্রার্থী দিলেও একটিতেও জিততে পারেনি তাঁর দল। মাত্র তিন শতাংশ ভোট পেয়েছিল দল। ২০২১ সালের বিধানসভায় কোয়েম্বাটুর দক্ষিণ কেন্দ্র থেকে নিজে লড়লেও বিজেপির কাছে পরাজিত হন তিনি।

কমল হাসান
দূরদর্শন RSS-এর প্রচারের হাতিয়ার হতে পারে না - ‘দ্য কেরালা স্টোরি’ দেখানোর সিদ্ধান্তে ক্ষুব্ধ বিজয়ন
কমল হাসান
Lok Sabha Polls 24: লোকসভা ভোটের প্রচার করছেন বলি তারকা আয়ুষ্মান খুরানা! নেপথ্যে কারণ কী?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in