আর্থিক তছরুপ মামলায় নাম জড়াল জনপ্রিয় অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের। ইডির সাপ্লিমেন্টরি চার্জশিটে রয়েছে জ্যাকলিনের নাম। তাঁর বিরুদ্ধে ২০০ কোটিরও বেশি আর্থিক তছরুপের অভিযোগ উঠেছে।
আর্থিক তছরুপের অভিযোগ উঠল জ্যাকলিনের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে ইডি সাপ্লিমেন্টরি চার্জশিটে নাম দিল অভিনেত্রীর। এই চার্জশিট পেশ করা হয় দিল্লি আদালতে। ইডির প্রথম চার্জশিটে চন্দ্রশেখর কোথায় কীভাবে টাকা খরচ করেছে তার উল্লেখ ছিল। নতুন চার্জশিটে দেখা যায় জ্যাকলিনকে প্রায় ৬ কোটি টাকার উপহার দেন সুকেশ চন্দ্রশেখর। এগুলি যে অপরাধের মাধ্যমেই আসত সেই সম্পর্কে তিনি অবগত ছিলেন।
ইডি আধিকারিকেরা জানান, সুকেশ জ্যাকলিনকে ৫ কোটি ৭১ লক্ষ টাকা মূল্যের বিভিন্ন উপহার দেন। তিনি পিঙ্কি ইরানি নামে একজনকে তাঁর সহযোগী হিসেবে রেখেছিলেন। যিনি উপহারগুলি জ্যাকলিনকে পাঠাতেন। ইডি এও দাবি করে, উপহারগুলির মধ্যে ৫২ লক্ষ টাকার একটি ঘোড়া ও ৯ লক্ষ টাকার একটি পার্সিয়ান বিড়াল ছিল। এর সাথে একটি বিলাসবহুল গাড়িও উপহার দেন চন্দ্রশেখর। যদিও সেই গাড়ি ফিরিয়ে দেন জ্যাকলিন। এছাড়াও অভিনেত্রীর পরিবারের সদস্যদেরও প্রচুর টাকা দেন চন্দ্রশেখর।
প্রসঙ্গত, এপ্রিল মাসে ইডি জ্যাকলিনের সম্পত্তি নিয়ে জিজ্ঞাসাবাদ করে। সেই সময়ই তাঁর ৭ কোটি টাকার সম্পত্তি প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট (PMLA)-র অধীনে আনা হয়।
উল্লেখ্য, দিল্লির একটি ফার্মাকিউটিক্যাল কোম্পানি র্যানবাক্সি (Ranbaxy)-র প্রোমটার অদিতি সিং ও শিবেন্দ্র সিং চন্দ্রশেখরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। অভিযোগ ছিল চন্দ্রশেখর ২০০ কোটি টাকার দুর্নীতি করেছে। যার ভিত্তিতেই চন্দ্রশেখরকে গ্রেপ্তার করা হয়। এখনও পর্যন্ত সুকেশ ও তাঁর স্ত্রী লীনা মারিয়া পল সহ মোট আট জনকে গ্রেপ্তার করেছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন