রেশন দুর্নীতি কাণ্ডে এবার ইডি তলব করল টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে। লোকসভা ভোটের ফলাফলের পরের দিন অর্থাৎ আগামী ৫ জুন সকাল ১১ টায় কলকাতার ইডি দপ্তরে অভিনেত্রীকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, এর আগে রোজভ্যালি কাণ্ডে ঋতুপর্ণাকে তলব করেছিল ইডি।
বর্তমানে আমেরিকাতে রয়েছেন অভিনেত্রী। জানা গেছে, ব্যক্তিগত কারণেই সপ্তাহের শুরুতে আমেরিকাতে যান তিনি। আর তার মাঝে বুধবার ই-মেলের মাধ্যমে নোটিশ পাঠিয়ে ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করেছে ইডি। তবে ইডির এই তলব নিয়ে অভিনেত্রীর কোনো প্রতিক্রিয়া মেলেনি বলেই খবর।
হঠাৎ কেন এই তলব? ইডি সূত্রে খবর, রেশন দুর্নীতিতে গ্রেফতার এক অভিযুক্তের সঙ্গে অভিনেত্রীর প্রায় এক কোটি টাকা নগদ লেনদেনের হদিশ মিলেছে। ব্যাঙ্কে লেনদেনের তথ্যের উপর ভিত্তি করেই এই তলব বলে জানা গেছে।
প্রসঙ্গত, বর্তমানে রেশন দুর্নীতি কাণ্ডে জেলবন্দি রয়েছে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য, রেশন ব্যবসায়ী বাকিবুর রহমান, সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহান সহ শাসকদলের কয়েক জন নেতা ও তাঁদের ঘনিষ্ঠরা।
উল্লেখ্য, এর আগে ২০১৯ সালের জুলাই মাসে রোজভ্যালি কাণ্ডে ঋতুপর্ণাকে তলব করেছিল ইডি। জানা যায়, রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডু সেই সময় টলিউডের বেশ কয়েকটি ছবি প্রযোজনা করেছিলেন। সেই সূত্র ধরেই অভিনেত্রীর সঙ্গে আলাপ হয়েছিল গৌতম কুণ্ডুর।
জানা যায়, পরবর্তীতে ঋতুপর্ণার সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল গৌতম কুণ্ডুর সংস্থা। তাঁর প্রযোজনায় বেশ কয়েকটি ছবিতেও অভিনয় করেছিলেন অভিনেত্রী। সেই সংক্রান্ত আর্থিক লেনদেনের জিজ্ঞাসাবাদের জন্য ঋতুপর্ণাকে তলব করেছিল ইডি।
আগামী ৭ জুন পর্দায় মুক্তি পেতে চলেছে ঋতুপর্ণা সেনগুপ্ত এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত ছবি ‘অযোগ্য’। এই ছবি এই জুটির পঞ্চাশতম ছবি। ছবিটি পরিচালনা করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন