রেশন দুর্নীতি মামলায় এর আগে ইডির তলব এডিয়ে সময় চেয়েছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ৭ জুন অভিনেত্রীর নতুন ছবির মুক্তির দিন ফের নোটিশ পাঠালো ইডি। আগামী ১৯ জুন অভিনেত্রীকে এই মামলায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
৭ জুন, শুক্রবার প্রক্ষাগৃহে মুক্তি পেয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত ছবি ‘অযোগ্য’। এটা প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির ৫০ তম ছবি। আর সেই ছবি মুক্তির দিন ফের রেশন দুর্নীতি মামলায় ইডি দপ্তরে হাজিরা দেওয়ার নোটিশ এল অভিনেত্রীর বাড়িতে।
উল্লেখ্য, এর আগে রেশন দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য গত ৩০ মে নোটিশ পাঠানো হয় অভিনেত্রীকে। ৫ জুন তাঁকে কলকাতায় ইডি দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু সেই সময় বিদেশে থাকার জন্য তলব এড়ান তিনি। ৬ জুনের পর হাজিরার জন্য সময় চেয়েছিলেন অভিনেত্রী।
ইডি সূত্রে খবর, রেশন দুর্নীতিতে গ্রেফতার এক অভিযুক্তের সঙ্গে অভিনেত্রীর প্রায় এক কোটি টাকা নগদ লেনদেনের হদিশ মিলেছে। ব্যাঙ্কে লেনদেনের তথ্যের উপর ভিত্তি করেই এই তলব বলে জানা গেছে।
প্রসঙ্গত, বর্তমানে রেশন দুর্নীতি কাণ্ডে জেলবন্দি রয়েছে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য, রেশন ব্যবসায়ী বাকিবুর রহমান, সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহান সহ শাসকদলের কয়েক জন নেতা ও তাঁদের ঘনিষ্ঠরা।
উল্লেখ্য, এর আগে ২০১৯ সালের জুলাই মাসে রোজভ্যালি কাণ্ডে ঋতুপর্ণাকে তলব করেছিল ইডি। জানা যায়, রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডু সেই সময় টলিউডের বেশ কয়েকটি ছবি প্রযোজনা করেছিলেন। সেই সূত্র ধরেই অভিনেত্রীর সঙ্গে আলাপ হয়েছিল গৌতম কুণ্ডুর।
জানা যায়, পরবর্তীতে ঋতুপর্ণার সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল গৌতম কুণ্ডুর সংস্থা। তাঁর প্রযোজনায় বেশ কয়েকটি ছবিতেও অভিনয় করেছিলেন অভিনেত্রী। সেই সংক্রান্ত আর্থিক লেনদেনের জিজ্ঞাসাবাদের জন্য ঋতুপর্ণাকে তলব করেছিল ইডি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন