অভিনয় জগৎ থেকে প্রথমবার প্রত্যক্ষ রাজনীতিতে পা দিয়েই সাংসদ নির্বাচিত হয়েছেন কঙ্গনা রানাউত। নিজের জন্মভূমি হিমাচল প্রদেশের মান্ডি থেকে বিজেপির টিকিটে জয়ী হয়েছেন তিনি। কিন্তু সাংসদ নির্বাচিত হওয়ার দেড় মাসেই মধ্যেই বিপত্তি অভিনেত্রীর জীবনে। কঙ্গনা রানাউতের জয়কে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হল হিমাচল প্রদেশ হাইকোর্টে। এর প্রেক্ষিতে হিমাচল প্রদেশ হাই কোর্ট বুধবার কঙ্গনাকে নোটিস পাঠিয়েছে।
কিন্নৌরের বাসিন্দা লায়ক রাম নেগি হাইকোর্টে মান্ডি লোকসভার নির্বাচন বাতিলের আবেদন জানিয়েছেন। নেগির দাবি, তিনি এই কেন্দ্রের নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন। কিন্তু রিটার্নিং অফিসার (মান্ডির ডেপুটি কমিশনার) ভুলভাবে তাঁর মনোনয়ন বাতিল করেছেন।
বন দপ্তরের প্রাক্তন কর্মচারী নেগি জানিয়েছেন, তিনি চাকরি থেকে আগাম অবসর নিয়েছেন। মনোনয়নপত্রের সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরের (বন) ‘নো ডিউস সার্টিফিকেট’ জমা দিয়েছিলেন তিনি। কিন্তু রিটার্নিং অফিসার তাঁকে বিদ্যুৎ, জল ও টেলিফোন দপ্তর থেকেও ‘নো ডিউস সার্টিফিকেট’ জমা দিতে বলেন এবং এগুলোর জন্য মাত্র একদিন সময় দেওয়া হয় তাঁকে। তিনি সমস্ত সার্টিফিকেট জমাও দিয়েছিলেন। কিন্তু রিটার্নিং অফিসার তা গ্রহণ না করে তাঁর মনোনয়নপত্র বাতিল করে দেন।
তিনি আবেদনে জানিয়েছেন, তাঁর কাগজপত্র গ্রহণ করা হলে তিনি নির্বাচনে জয়লাভ করতে পারতেন। তাই নির্বাচন বাতিলের দাবি জানিয়েছেন তিনি।
আবেদনে রিটার্নিং অফিসারকেও পার্টি করেছেন নেগি।
এই আবেদনের প্রেক্ষিতে বিচারপতি জ্যোৎস্না রেওয়াল অভিনেত্রী রানাউতকে ২১ আগস্টের মধ্যে জবাব দাখিলের নির্দেশ দিয়ে নোটিশ জারি করেছেন।
উল্লেখ্য, মান্ডি লোকসভা থেকে ৭৪,৭৫৫ ভোটে কংগ্রেসের বিক্রমাদিত্য সিংকে পরাজিত করে জয়ী হয়েছেন কঙ্গনা রানাউত।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন