'অপমানিত' বোধ করে মোদী সরকারের পদ্মশ্রী ফেরালেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়

শিল্পীর পরিবার সূত্রে জানা গেছে, ১২ বছর বয়স থেকে গান গাওয়া শুরু করেন সন্ধ্যা মুখোপাধ্যায়। দীর্ঘ প্রায় আট দশক ধরে গান গাইছেন তিনি। এতদিনেও তাঁকে এই সম্মান দেওয়ার কথা মনে হয়নি সরকারের।
সন্ধ্যা মুখোপাধ্যায়
সন্ধ্যা মুখোপাধ্যায়ফাইল ছবি সংগৃহীত
Published on

মোদী সরকারের পদ্ম পুরস্কার পদ্মশ্রী ফেরালেন 'গীতশ্রী' সন্ধ্যা মুখোপাধ্যায়। রীতিমত অপমানিত বোধ করে, হতাশ হয়েই পদ্মশ্রী প্রত্যাখান করলেন ভারতের এই প্রবাদপ্রতীম সঙ্গীত শিল্পী। ৯০ বসন্ত পার করা গায়িকার কথায়, এই সম্মানের আর প্রয়োজন নেই তাঁর।

মঙ্গলবার পদ্ম পুরস্কার প্রাপকদের তালিকা ঘোষণা করেছে কেন্দ্র সরকার। সেখানে পদ্মশ্রী পুরস্কারের তালিকায় নাম রয়েছে সন্ধ্যা মুখোপাধ্যায়ের। এদিন কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট সচিবালয়ের তরফ থেকে শিল্পীর লেক গার্ডেনসের বাড়িতে ফোন করেও পুরস্কার পাওয়ার কথা জানানো হয়। ফোনের অপর প্রান্তে থাকা ব‍্যক্তিকে সন্ধ্যা মুখোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছেন, পদ্মশ্রীর কোনো দরকার নেই তাঁর আর।

শিল্পীর পরিবার সূত্রে জানা গেছে, ১২ বছর বয়স থেকে গান গাওয়া শুরু করেন সন্ধ্যা মুখোপাধ্যায়। দীর্ঘ প্রায় আট দশক ধরে গান গাইছেন তিনি। এতদিনেও তাঁকে এই সম্মান দেওয়ার কথা মনে হয়নি সরকারের। অথচ তাঁর থেকে অনেক কম বয়সী শিল্পীদের সম্মান দেওয়া হয়েছে। অভিমানে-অপমানে পদ্মশ্রী ফিরিয়ে দিয়েছেন দু'বার জাতীয় পুরস্কারজয়ী এই শিল্পী।

সন্ধ্যা মুখোপাধ্যায়
মোদী সরকারের পদ্মভূষণ প্রত্যাখ্যান করলেন Buddhadeb Bhattacharya

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in