কুলবিন্দরের সমর্থনে পথে নামার সিদ্ধান্ত কৃষক সংগঠনের! চড় মারার ঘটনায় কেন চুপ বলিউড? ক্ষুব্ধ কঙ্গনা

People's Reporter: কুলবিন্দর কৌরের বিরুদ্ধে কোনো অযৌক্তিক ব্যবস্থা না নেওয়ার দাবিতে রবিবার মোহালিতে ‘ইনসাফ’ যাত্রা করবেন কৃষকরা। তাঁরা পাঞ্জাবের পুলিশ ডিজিপির সাথে দেখা করারও পরিকল্পনা করছেন।
কুলবন্দির কৌর এবং কঙ্গনা রানাউত
কুলবন্দির কৌর এবং কঙ্গনা রানাউত ছবি - সংগৃহীত
Published on

কঙ্গনাকে চড় মারার ঘটনায় অভিযুক্ত সাসপেন্ডেড সিআইএসএফ কনস্টেবেল কুলবিন্দর কৌরের পাশে দাঁড়ালো পাঞ্জাবের একাধিক কৃষক সংগঠন। কৃষক সংগঠনগুলি জানিয়েছে, কর্তব্যরত অবস্থায় কুলবিন্দর কৌরের পদক্ষেপ সঠিক ছিল না ঠিকই। তবে কী কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল তা খতিয়ে দেখা উচিত। কনস্টেবল কুলবিন্দর কৌরের বিরুদ্ধে কোনো অযৌক্তিক ব্যবস্থা না নেওয়ার দাবিতে রবিবার মোহালিতে ‘ইনসাফ’ যাত্রা করবেন তাঁরা বলে জানিয়েছে সংগঠনগুলি।

বৃহস্পতিবার চণ্ডীগড় বিমানবন্দরে অভিনেত্রী তথা মান্ডির নবনির্বাচিত সাংসদ কঙ্গনা রানাউতকে চড় মারার অভিযোগ ওঠে সিআইএসএফ কনস্টেবল কুলবিন্দর কৌরের বিরুদ্ধে। ওই কনস্টেবেল জানিয়েছেন, কৃষক আন্দোলনের সময় কঙ্গনার করা বিতর্কিত মন্তব্যের জন্য তিনি এই পদক্ষেপ নিয়েছেন। ইতিমধ্যেই ওই কনস্টেবেলকে বরখাস্ত করা হয়েছে এবং তাঁকে গ্রেফতার করা হয়েছে।

কর্তৃপক্ষের এই পদক্ষেপকে পুনর্নিবাচনের দাবি জানিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা (অরাজনৈতিক), কিষাণ মজদুর মোর্চা। বিমানবন্দরে যে ঘটনা ঘটেছে তার সঠিক তদন্তেরও দাবি জানিয়েছে তারা। সম্মিলিত কিষাণ মোর্চার নেতা জগজিৎ সিংহ ডাল্লেওয়াল বলেন, “আমরা সঠিক তদন্তের দাবি জানাচ্ছি। মহিলা কনস্টেবলের সঙ্গে কোনও অবিচার করা উচিৎ নয়।“ কৃষকরা পাঞ্জাবের পুলিশ ডিজিপি গৌরব যাদবের সাথে দেখা করারও পরিকল্পনা করছেন। উল্লেখ্য, কিষাণ মজদুর সংঘর্ষ কমিটির সাংগঠনিক সম্পাদক শের সিংহের বোন হলেন কুলবিন্দর কৌর। 

অন্যদিকে, কঙ্গনার সঙ্গে এই ঘটনার পর বলিউডের কেউ অভিনেত্রীর সমর্থনে কিছু বলেননি। তা নিয়ে ক্ষুব্ধ তিনি। নিজের ক্ষোভের কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়ে অভিনেত্রী লেখেন, “সকলের নজর রাফা গ্যাংয়ের দিকে, এটা আপনার বা আপনার সন্তানদের সঙ্গেও ঘটতে পারে। আপনি যখন কারও উপর হওয়া সন্ত্রাসবাদী হামলা উদ্‌যাপন করেন, তা হলে নিজেও সেই দিনের জন্য প্রস্তুত থাকুন, এটা আপনার কাছেও ফিরে আসবে।“

প্রসঙ্গত, রাফায় ইজ়রায়েলি হামলার প্রতিবাদে সম্প্রতি আলিয়া ভট্ট, প্রিয়ঙ্কা চোপড়া, করিনা কাপুর-সহ বলিউডের বহু অভিনেতা-অভিনেত্রী সরব হয়েছিলেন। রাফার বাসিন্দাদের প্রতি সহমর্মিতা জানিয়ে সমাজমাধ্যমে ‘অল আইস অন রাফা’ শব্দবন্ধে তাঁরাও শামিল হয়েছিলেন। ওই প্রসঙ্গ তুলে খোঁচা দিয়েছেন ক্ষুব্ধ কঙ্গনা।

পাশাপাশি আরও একটি পোষ্টে তিনি লেখেন, “প্রিয় ফিল্ম ইন্ডাস্ট্রি, আপনারা সকলে হয় উদ্‌যাপন করছেন বা আমার উপর বিমানবন্দরে হামলার ঘটনায় সম্পূর্ণ নীরব। মনে রাখবেন যদি আগামিকাল আপনি আপনার দেশের বা বিশ্বের অন্য কোথাও নিরস্ত্র ভাবে হাঁটছেন এবং কিছু ইজ়রায়েলি/প্যালেস্টাইনি আপনার বা আপনার সন্তানদের উপরে চড়াও হল। তারপরও দেখবেন আমি আপনাদের জন্য লড়ছি।“ যদিও পরে সেই পোষ্টগুলি ডিলিট করে দেন অভিনেত্রী।

কুলবন্দির কৌর এবং কঙ্গনা রানাউত
Soham Chakrabarty: রেস্তোরাঁয় গুন্ডাগিরি অভিনেতা সোহমের! মালিককে মারধর করার অভিযোগ বিধায়কের বিরুদ্ধে
কুলবন্দির কৌর এবং কঙ্গনা রানাউত
Rituparna Sengupta: ‘অযোগ্য’ মুক্তির দিনেই ফের ঋতুপর্ণা সেনগুপ্তকে নোটিশ ইডির

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in