

বন্ধ হয়ে যাচ্ছে এইচটি মিডিয়া গ্রুপের মালিকানাধীন রেডিও স্টেশন ‘ফিভার এফএম’। মঙ্গলবার এক বিবৃতিতে মিডিয়া শিল্পে বর্তমান "প্রবণতার" কারণে এই সংস্থা বন্ধের কথা জানানো হয়েছে।
সূত্র অনুসারে, ফিভার এফএম চ্যানেল বন্ধের বিবৃতি আসলে একটি রিব্র্যান্ডিং অনুশীলন বলে মনে করছে তথ্যভিজ্ঞ মহল। রেডিও স্টেশনের লিঙ্কডইন পেজে এই ঘোষণা করা হয়েছে।
লিঙ্কডইন পেজে ফিভার এফএম লিখেছে, "ভারাক্রান্ত হৃদয়ে আমরা আপনার কাছে এই জরুরি ঘোষণা করছি। আপনারা, আমাদের অংশীদাররা এবং আমাদের শ্রোতারা আমাদের উত্থান-পতন এবং আমাদের ভালো ও খারাপ অবস্থার মধ্য দিয়ে আমাদের সাথে ছিলেন। তবে আমাদের সবার জন্যই এই সিদ্ধান্ত নিতে হচ্ছে।"
ঘোষণার সাথে সংযুক্ত একটি ভিডিওতে, ফিভার এফএম-এর প্রধান নির্বাহী কর্মকর্তা রমেশ মেনন বলেছেন: "আমরা আমাদের স্টেশনটি বন্ধ করার এই কঠিন সিদ্ধান্ত নিয়েছি। মিডিয়া শিল্পের ক্রমবর্ধমান প্রবণতার কারণে সতর্কতার সঙ্গে সমস্ত বিষয় বিবেচনা করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
অন্যদিকে, কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, রেডিও স্টেশনটি কার্যক্রম বন্ধ করছে না বরং একটি নতুন ডিজিটাল পথে যাবার প্রস্তুতি নিচ্ছে।
মেনন আরও জানিয়েছেন, মিডিয়া শিল্প ক্রমাগত বিকশিত হচ্ছে, এবং পরিবর্তন এবং প্রবণতার সাথে তাল মিলিয়ে চলা এবং প্রাসঙ্গিক থাকা বর্তমানে চ্যালেঞ্জিং।
ওই বার্তায় তিনি আরও লেখেন, “ফিভারে, আমরা এক জটিল সন্ধিক্ষণে পৌঁছেছি, যেখানে আমাদের কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে। আত্মবিশ্লেষণই এক্ষেত্রে একমাত্র পথ এবং আমরা এই পরিবর্তনকে আরও দৃঢ়ভাবে মেনে নিতে চলেছি। গত এক দশকে আমাদের নির্মাতা, কর্মচারী, বিজ্ঞাপনদাতা এবং অংশীদাররা যেভাবে সমর্থন জুগিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই।”
ফিভার নেটওয়ার্ক চালু হয় ২০০৬ সালে। বর্তমানে ভারত জুড়ে ১৫টি জায়গায় ২২টি স্টেশন পরিচালনা করে ফিভার নেটওয়ার্ক। ফিভার নেটওয়ার্কের মধ্যে আছে ফিভার এফএম, রেডিও ওয়ান, রেডিও নাশা এবং পাঞ্জাবি ফিভার।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন