১৭ দিন পর উত্তরাখণ্ডের উত্তরকাশীর সিল্কিয়ারা টানেল থেকে উদ্ধার করা হয়েছে আটকে থাকা ৪১ জন শ্রমিককে। শ্রমিকের জন্য লড়াই করলেন শ্রমিকরাই। আর এই উদ্ধারকার্য নিয়ে বলিউডে সিনেমা হবে না তাই কখনও হয় নাকি! উদ্ধারের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ইতিমধ্যে সিনেমা নির্মাতারা সিনেমার নাম নথিভুক্ত করতে ব্যস্ত হয়ে উঠেছেন।
মঙ্গলবার রাতে উত্তরাখণ্ডের সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের উদ্ধার করা হয়েছে। বুধবার সকালেই সিনেমা নির্মাতারা নাম এবং সিনেমার মূল চরিত্রে কে অভিনয় করবেন তা ঠিক করে ফেলেছেন! সংবাদসংস্থা সিএনবিসি সূত্রে খবর, ইন্ডিয়ান মোশন পিকচার প্রোডিউসারস অ্যাসোসিয়েশন (IMPPA), প্রোডিউসারস গিল্ড অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন প্রোডিউসারস কাউন্সিল (IFTPC)-র অফিসে উদ্ধারকার্য নিয়ে সিনেমা তৈরির একাধিক আবেদন জমা পড়েছে।
আইএমপিপিএ চেয়ারম্যান অনীল নগরথ জানান, 'আমার অফিসে সিনেমার নাম নিয়ে একাধিক আবেদন জমা পড়েছে। সিনেমার কেউ নাম দিয়েছেন 'রেসকিউ', কেউ দিয়েছেন 'রেসকিউ-৪১' আবার কেউ রেখেছেন 'মিশন ৪১ - দ্য গ্রেট রেসকিউ'। আমরা সবক'টি আবেদন খতিয়ে দেখবো। প্রথমে আসার ভিত্তিতেই সিনেমার জন্য অনুমতি দেব'।
সূত্রের খবর, সিনেমা নির্মাতাদের মূল চরিত্রের জন্য প্রথম পছন্দ অক্ষয় কুমার। দ্বিতীয় পছন্দ হিসেবে উঠে আসছে অজয় দেবগণের নাম। যদিও চিত্রসমালোচক তরণ আদর্শ ভিন্ন মত দিয়েছেন। তিনি বলেন, এখনই অক্ষয় হয়তো এই ধরণের সিনেমা করবেন না। কারণ সম্প্রতি প্রায় একই বিষয়ে সিনেমা করেছেন অক্ষয়। 'মিশন রানিগঞ্জ: দ্য গ্রেট ভারত রেসকিউ' নামের সেই সিনেমা যেখানে রানিগঞ্জ কয়লাখনিতে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারের কাহিনী দেখানো হয়েছে তা চূড়ান্ত ফ্লপ হয়েছে। এই ছবিতে অক্ষয়ের সাথে অভিনয় করেছেন পরিণীতি চোপড়া।
ভারতীয় সিনেমার ইতিহাসে শ্রমিকদের উদ্ধারকার্য নিয়ে আগেও সিনেমা হয়েছে। যার মধ্যে অন্যতম সেরা ছবি ছিল শশী কাপুর, অমিতাভ বচ্চন অভিনীত 'কালা পাথর'।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন