Filmfare Awards 2023: একনজরে দেখুন এবারের জনপ্রিয় বিভাগের মনোনয়ন তালিকা

সেরা প্লে ব্যাক সিঙ্গারের (পুরুষ) মনোনয়ন পেয়েছেন, অরিজিৎ সিং (আপনা বানা লে, দেবা দেবা এবং কেশারিয়া গানের জন্য), সনু নিগম (ম্যা কি কারাঁ) এবং অভয় যোধপুরকার (মাঙ্গে মানজুরিয়া)।
ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড
ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডছবি - সংগৃহীত
Published on

বলিউডের সবথেকে জনপ্রিয় অনুষ্ঠান হলো ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডস। অভিনেতা-অভিনেত্রী থেকে শুরু করে পরিচালক, প্রযোজকরা এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন। ২৭ এপ্রিল মুম্বইয়ে জিও কনভেনশন সেন্টারে আয়োজিত হবে এবছরের ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডস।

জানা গেছে, ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডসে এই প্রথম হোস্ট করবেন সালমান খান। তাঁর সহ হোস্ট থাকবেন মনীশ পাল এবং আয়ুষ্মান খুরানা। পাশাপাশি জ্যাকলিন ফার্নান্ডেজ, টাইগার শ্রফ সহ একাধিক বলিউড তারকা পারফর্ম করবেন। যা নিয়ে বলিউডে এখন উন্মাদনা তুঙ্গে। চলতি বছর সেরা সিনেমার মনোয়ন পেয়েছে, ভুল ভুলাইয়া ২, ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা, দ্য কাশ্মীর ফাইলস, উঁচাই এবং গাঙ্গুবাই কাথিয়াবাড়ি।

ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডের গুরুত্বপূর্ণ পুরস্কারগুলির মধ্যে সবথেকে বেশি জনপ্রিয় হলো সেরা সিনেমা, সেরা অভিনেতা, সেরা পরিচালক, সেরা গায়ক-গায়িকা। এই বছর সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছেন, উঁচাইয়ের জন্য অমিতাভ বচ্চন, ঋত্বিক রোশন (বিক্রম বেদা), কার্তিক আরিয়ান (ভুল ভুলাইয়া ২), রাজকুমার রাও (বাধাই হো), অনুপম খের (দ্য কাশ্মীর ফাইলস) এবং অজয় দেবগণ (দৃশ্যম ২)।

সেরা প্লে ব্যাক সিঙ্গারের (পুরুষ) মনোনয়ন পেয়েছেন, অরিজিৎ সিং (আপনা বানা লে, দেবা দেবা এবং কেশারিয়া গানের জন্য), সনু নিগম (ম্যা কি কারাঁ) এবং অভয় যোধপুরকার (মাঙ্গে মানজুরিয়া)।

সেরা প্লে ব্যাক সিঙ্গার (মহিলা বিভাগ) মনোনয়ন পেয়েছেন, জাহ্নবী শ্রীমনকর (ঢোলিরা), জোনিতা গান্ধী (দেবা দেবা), শিল্পা রাও (তেরে হাওয়ালে), শ্রেয়া ঘোষাল (যাব সাঁইয়া) এবং কবিতা শেঠ (রাঙ্গিসারি)।

সেরা অভিনেত্রী বিভাগে মনোনীত করা হয়েছে, আলিয়া ভাট (গাঙ্গুবাই কাথিয়াবাড়ি), করিনা কাপুর খান (লাল সিং চাড্ডা), জাহ্নবি কাপুর (মিলি) এবং টাবুকে (ভুল ভুলাইয়া ২)।

এছাড়াও রয়েছে ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ড, টেকনিক্যাল অ্যাওয়ার্ডস। যার মধ্যে রয়েছে, সেরা ছবি, সেরা অভিনেতা, সেরা অভিনেত্রী, সেরা গল্প, সেরা স্ক্রিনপ্লে, সেরা ডায়লগ, সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর সহ আরও অন্যান্য পুরস্কার।

ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড
ইউটিউব থেকে ঐশ্বর্য-কন্যা সম্পর্কিত সমস্ত ভুয়ো তথ্য মুছে ফেলার নির্দেশ দিল্লি হাইকোর্টের
ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড
বিশ্বের ১০০ জন প্রভাবশালীর তালিকায় শীর্ষে শাহরুখ খান! পিছিয়ে মেসি, সেরেনা উইলিয়ামস

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in