Cyber Crime: অনলাইন জালিয়াতির শিকার ‘গাঙ্গুবাই’ খ্যাত অভিনেতা শান্তনু মহেশ্বরী

People's Reporter: অভিনেতা নিজের ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করেন এবং দাবি করেন তাঁর অজান্তেই তাঁর নামে একটি কার্ড তৈরি করা হয়েছে। রেস্তোরাঁয় বিল দেওয়ার চেষ্টা করার সময় তিনি প্রতারিত হয়েছেন।
অনলাইন জালিয়াতির স্বীকার গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি খ্যাত অভিনেতা শান্তনু মহেশ্বরী
অনলাইন জালিয়াতির স্বীকার গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি খ্যাত অভিনেতা শান্তনু মহেশ্বরীছবি সংগৃহীত
Published on

এবার অনলাইন জালিয়াতির স্বীকার 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি' খ্যাত অভিনেতা শান্তনু মহেশ্বরী। প্রতারণার জেরে অভিনেতা ৫ লক্ষ টাকা হারিয়েছেন বলে জানা গেছে।

সম্প্রতি একটি সংবাদ মাধ্যমে স্বাক্ষাৎকার দেওয়ার সময় শান্তনু জানান, “প্রতারকটি আমার ক্রেডিট কার্ড থেকে প্রায় ৫ লক্ষ টাকার লেনদেন করেছিল। যখনই এই ধরনের প্রতারণা হয়, আপনি কী করবেন তা জানেন না। আমি গ্রাহক পরিষেবাকে কল করি কিন্তু তারা আমাকে তাদের সাথে যোগাযোগ রাখতে বলে। সাইবার সেলেও প্রক্রিয়াটি দীর্ঘ, আপনাকে অনেক তথ্য দিতে হবে। তারা আমার লেনদেন আইডি চেয়েছিল যা আমার কাছে ছিল না। তাই আমি কাস্টমার কেয়ারের লোকদের সাথে যোগাযোগের চেষ্টা করতে থাকি কিন্তু সেখানেও কোনও সুরাহা হয়নি।“

শান্তনু জানান, “আপনি অফিসে গেলেও, আপনাকে সাহায্য করতে পারে এমন ব্যক্তির সাথে দেখা করার আগে একটি দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে যেতে হবে আপনাকে এবং অপেক্ষা করতে হবে। এটা খুব বিরক্তিকর।“

এরপর অভিনেতা জানান, “আমার কার্ড থেকে আমার ঠিকানা এবং ফোন নম্বর মুছে ফেলা হয়েছে। উপরন্তু আমার অজান্তেই আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আরেকটি কার্ড তৈরি করা হয়েছে। কখন নতুন কার্ড তৈরি করা হয়েছিল বা কখন লেনদেন হচ্ছিল বা কখন আমার ফোন নম্বর পরিবর্তন করা হয়েছিল, আমি কোনও তথ্য পাইনি।”  

তিনি ব্যাখ্যা করেন, “আমি একটি রেস্টুরেন্টে ছিলাম যেখানে আমি বিল মেটানোর চেষ্টা করছিলাম। আমি আমার কার্ড দিয়েছিলাম, তখন বলা হয় যে আমি আমার সীমা অতিক্রম করেছি। এটি সাধারণত আমার সাথে হয় না, তাই আমার সন্দেহ হয়। আমি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করি। তারপর আমি বুঝতে পারি, অন্য কেউ আমার ক্রেডিট কার্ড থেকে টাকা খরচ করছে। তারা সীমা অতিক্রম করেছে।”

ইনস্টাগ্রামে এই নিয়ে প্রথমে সরব হন শান্তনু মহেশ্বরী। স্টোরিতে অ্যাক্সিস ব্যাঙ্ককে ট্যাগ করে লেখেন - “অবিশ্বাস্য! আমার অ্যাক্সিস ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রতারণার শিকার হয়েছে। আমার অজান্তে একটি কার্ড তৈরি করা হয়েছে। আমি কোনো OTP পায়নি এবং আমার নম্বরে ইমেল আসেনি। কোনো যাচাই ছাড়াই এই কার্ড হয়েছে।”

শান্তনু মহেশ্বরী 'খতর কে খিলাড়ি ৮', 'বুগি উগি', 'ঝলক দিখলা জা ৯' , এবং 'নাচ বলিয়ে ৯'-এর মতো শোতে তাঁর কাজের মাধ্যমে খ্যাতি অর্জন করেছিলেন।

অনলাইন জালিয়াতির স্বীকার গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি খ্যাত অভিনেতা শান্তনু মহেশ্বরী
Fever FM: ১৮ বছরের পথচলা শেষ - বন্ধ হচ্ছে ফিভার এফ এম
অনলাইন জালিয়াতির স্বীকার গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি খ্যাত অভিনেতা শান্তনু মহেশ্বরী
Interim Budget 2024: আরও মহিলা হবেন ‘লাখপতি দিদি’, ভোটের অঙ্কে নজরে নারীশক্তি

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in