হরিয়ানা হিংসার নিন্দা করে টুইট, দক্ষিণপন্থীদের ট্রোলের মুখে 'অ্যাকাউন্ট হ্যাকের' সাফাই গোবিন্দার

অভিনেতা বলেন, "অনেকেই হয়তো ভেবেছেন আমি নির্দিষ্ট একটি দলকে সমর্থন করি। কিন্তু আমি এইধরণের কাজ কোনওদিন করিনি। এইসব গুরুতর বিষয়ে আমি আমার দৃষ্টিভঙ্গি প্রকাশ করি না।”
অভিনেতা গোবিন্দা
অভিনেতা গোবিন্দাফাইল ছবি
Published on

হরিয়ানার সাম্প্রদায়িক হিংসা নিয়ে টুইট করে সোশ্যাল মিডিয়ায় দক্ষিণপন্থীদের চরম ট্রোলের শিকার হলেন বলিউড অভিনেতা গোবিন্দা। বাধ্য হয়ে তাঁর অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে বলে সাফাই দিলেন তিনি।

নিজের টুইটারের পোস্ট নিয়ে বৃহস্পতিবার ইন্সটাগ্রামে একটি ভিডিও প্রকাশ করে অভিনেতা দাবি করেছেন, ওই পোস্ট তিনি বা তাঁর টিমের কেউ করেননি। তাঁর নিজস্ব টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। পুলিশের সাইবার-সেলের কাছে এই নিয়ে অভিযোগ জানানোর কথাও জানান তিনি।

হরিয়ানার নুহ ও গুরগাঁও জেলায় গত সোমবার থেকে শুরু হয়েছে সাম্প্রদায়িক হানাহানি। সোমবার নুহতে বিশ্ব হিন্দু পরিষদের একটি ধর্মীয় মিছিল থেকেই অশান্তির সূত্রপাত। তারপর মঙ্গলবার সেই হিংসা ছড়িয়ে পড়ে গুরগাঁও শহরেও। এখনও পর্যন্ত এই হানাহানিতে ৬ জন প্রাণও হারিয়েছেন বলে জানা গিয়েছে।

এই নিয়েই বুধবার রাতে গোবিন্দার টুইটারে অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করা হয়। সেখানে একটি ভিডিও শেয়ার করে লেখা হয়, “আমরা কত নীচে নেমে গিয়েছি? যারা নিজেদের হিন্দু বলে দাবি করে এইধরণের কাজ করেন তাঁদের ধিক্কার জানাই। শান্তি বজায় রাখুন, আমরা গণতান্ত্রিক রাষ্ট্র, স্বৈরতান্ত্রিক।" শেয়ার করা ওই ভিডিওতে দেখা যাচ্ছে কীভাবে গুরগাঁওয়ের বিভিন্ন দোকান ভাঙচুর করছে উন্মত্ত জনতা।

এই টুইটের পর থেকেই বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায় ট্রোল হন গোবিন্দা। যার জেরে বৃহস্পতিবার ইন্সটাগ্রামে একটি ভিডিও পোস্ট করে অভিনেতা বলেন, “দয়া করে হরিয়ানা নিয়ে করা ওই টুইটের সঙ্গে আমাকে জুড়বেন না। ওই টুইট আমি করিনি। আমার অ্যাকাউন্টটি কেউ হ্যাক করেছে। আমি সাইবার-ক্রাইমের কাছে এই নিয়ে অভিযোগ জানাবো।” হরিয়ানার ভক্তদের উদ্দেশ্যে তাঁর আরও বার্তা, “হরিয়ানায় আমার সমস্ত ভক্ত ও শুভানুধ্যায়ীদের আমি জানাতে চাই, আমি আমার টুইটার অ্যাকাউন্টটি বহুদিন ধরে ব্যবহারই করিনি। আমার টিমের মধ্যেও কেউ ওই টুইট করেনি কারণ, আমার দলের সদস্যরা আমার অনুমতি ছাড়া কিছু করবে না।”

ভিডিওর শেষদিকে তিনি আরও জানিয়েছেন, “যেহেতু দেশে নির্বাচনের মরশুম এগিয়ে আসছে তাই অনেকেই হয়তো ভেবেছেন আমি নির্দিষ্ট একটি দলকে সমর্থন করি। তাই হয়তো তারা এইধরণের টুইট করেছেন। কিন্তু আমি এইধরণের কাজ কোনওদিন করিনি। এইসব গুরুতর বিষয়ে আমি আমার দৃষ্টিভঙ্গি প্রকাশ করি না।”

টুইটটি পরবর্তীতে মুছে দেওয়া হলেও সেটির ছবি ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে।

অভিনেতার ইন্সটাগ্রাম ভিডিও:

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in