কর্ণাটকে চলমান হিজাব বিতর্ক নিয়ে মন্তব্য করেছিলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। কলেজের মধ্যে গেরুয়া বাহিনীর হাতে হেনস্থার শিকার হওয়া মুসকান নামের এক শিক্ষার্থীকে কটাক্ষ করে মন্তব্য করেছিলেন কঙ্গনা। তার পাল্টা জবাব দিলেন অভিনেত্রী শাবানা আজমি।
গত মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে হিজাব পরিহিত এক পড়ুয়া, যার নাম মুসকান, তাঁকে ঘিরে 'জয় শ্রী রাম' ধ্বনি দিচ্ছে একদল যুবক। এদের প্রত্যেকের হাতে বা গলায় গেরুয়া কাপড় রয়েছে। প্রথমে মেয়েটি যুবকদের পাশ কাটিয়ে চলে আসেন। কিন্তু যুবকরা 'জয় শ্রী রাম' ধ্বনি দিতে দিতে তাঁর পিছন পিছন এলে মেয়েটি পাল্টা ঘুরে দাঁড়িয়ে নিজের মুষ্ঠিবদ্ধ হাত উপরে তুলে 'আল্লা হু আকবর' স্লোগান দেন। মুসকানের সাহসকে কুর্নিশ জানিয়েছে সোশ্যাল মিডিয়া।
এই প্রসঙ্গে কঙ্গনা নিজের ইন্সটাগ্রামে লেখক আনন্দ রঙ্গনাথনের একটি পোস্ট শেয়ার করে লিখেছেন, "যদি আপনি সাহস দেখাতে চান, তাহলে আফগানিস্তানে গিয়ে বোরখা না পরে দেখান। মুক্ত হতে শিখুন, খাঁচায় বন্দি থাকবেন না।"
কঙ্গনার এই পোস্টের স্ক্রিনশট শেয়ার করে শাবানা আজামি ইন্সটাগ্রামে লেখেন, "আমি যদি ভুল বলি তাহলে আমাকে সংশোধন করে দেবেন, কিন্তু আফগানিস্তান একটি ধর্মতান্ত্রিক রাষ্ট্র এবং আমি শেষবার যখন পরীক্ষা করেছিলাম, তখন ভারত একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক দেশ ছিল।"
শাবানার এই মন্তব্যে সমর্থন জানিয়েছেন নেটিজেনদের একাংশ। এক ব্যক্তি শাবানার পোস্টে লেখেন, "আমারা মানুষকে শিক্ষিত করতে পারি না, আপনাকে ধন্যবাদ ম্যাম।" কঙ্গনাকে কটাক্ষ করে আর একজন লেখেন, "কঙ্গনার কাছ থেকে যৌক্তিক কিছু আশা করা অর্থহীন।"
হিজাব-বিতর্কে এর আগে মুখ খুলেছিলেন শাবানা আজমির স্বামী তথা বিখ্যাত গীতিকার জাভেদ আখতার। ট্যুইটারে তিনি লিখেছিলেন, "আমি কখনোই হিজাব বা বোরখাকে সমর্থন করি না। আমি এখনও আমার এই অবস্থানে রয়েছি। একই সাথে এই গুন্ডাদের প্রতি গভীর অবজ্ঞা ছাড়া আর কিছুই নেই আমার যারা মেয়েদের একটি ছোট দলকে এভাবে ভয় দেখানোর চেষ্টা করছে। এটাই কি এদের মনুষ্যত্ব?"
হিজাব বিতর্কে মন্তব্য করেছেন বলিউডের আর এক অভিনেত্রী সোনম কাপুর। ইন্সটাগ্রামে পাগড়ি পরিহিত এক ব্যক্তি এবং হিজাব পরা এক মহিলার ছবি দিয়ে তিনি প্রশ্ন করেন, যদি পাগড়ি পরার স্বাধীনতা থাকে, তাহলে হিজাব পরার স্বাধীনতা থাকবে না কেন?
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন