Adipurush: বাল্মীকি রচিত রামায়ণের বিকৃতি! প্রভাসের 'আদিপুরুষ' বয়কটের ডাক নেটিজেনদের

হিন্দু সেনা দল অভিযোগ করেছে, রামায়ণে রাম, সীতা, হনুমান, রাবণের বিভিন্ন চরিত্রগুলির ভাবমূর্তি নষ্ট করা হয়েছে। প্রয়োজনের ছবি প্রদর্শন বন্ধ করে দেওয়া হোক।
'আদিপুরুষ' বয়কটের ডাক
'আদিপুরুষ' বয়কটের ডাকছবি - সংগৃহীত
Published on

মুক্তি পেতেই 'আদিপুরুষ' বয়কটের ডাক নেটিজেনদের। পাশাপাশি তথ্য বিকৃত-র অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছে হিন্দু সেনার দল। তারা অবিলম্বে ছবি বন্ধেরও দাবি করেছেন।

'আদিপুরুষ' মুক্তির আগে থেকেই ছবিটি নিয়ে নানান বিতর্ক উঠে এসেছিল। এবার তা আরও জোরালো হলো। হিন্দু সেনা নামে একটি সংগঠন আদালতে ওম রাউত পরিচালিত রামায়ণের অনুকরণে নির্মিত 'আদিপুরুষে'র বিরুদ্ধে মামলা দায়ের করেছে। তাদের অভিযোগ, বাল্মীকির রামায়ণে যা ছিল তার পুরো বিপরীত দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত হানা হয়েছে। আদালতের উচিত এই সিনেমার বিরুদ্ধে অবিলম্বে কঠোর পদক্ষেপ গ্রহণ করা।

হিন্দু সেনা দল আরও অভিযোগ করেছে, রামায়ণে রাম, সীতা, হনুমান, রাবণের মতো বিভিন্ন চরিত্রগুলির ভাবমূর্তি নষ্ট করা হয়েছে। প্রয়োজনের ছবি প্রদর্শন বন্ধ করে দেওয়া হোক।

হিন্দু সংগঠনের পাশাপাশি নেটিজেনদের একাংশও 'আদিপুরুষ' বয়কটের ডাক দিয়েছে। তাদের দাবি, পুরো সিনেমাটাই যেন বিতর্কের জন্য তৈরি করা হয়েছে। চরিত্রগুলি পৌরাণিক একদমই মনে হচ্ছে না। হনুমানকেও কার্যত অশ্লীল শব্দ প্রয়োগ করতে শোনা গেছে।

প্রসঙ্গত, ছবি মুক্তির আগে বিজেপি নেতাদের একাংশ 'আদিপুরুষ' বন্ধের দাবি করেছিল। সিনেমা থেকে বেশকিছু অংশ বাদ দেওয়ারও দাবি জানিয়েছিলেন তাঁরা। যদিও সেন্সর বোর্ড সমস্ত অভিযোগ খারিজ করে দিয়েছিল।

'আদিপুরুষ' মুক্তি পেয়েছে ১৬ জুন অর্থাৎ গতকাল। সিনেমাতে রামের চরিত্রে অভিনয় করছেন দক্ষিণী সুপারস্টার প্রভাস। সীতার চরিত্রে অভিনয় করছেন ক্রীতি স্যানন, রাবণের ভূমিকায় রয়েছেন সাইফ আলি খান। হনুমানের চরিত্রে দেখা গেছে দেবদত্ত নাগেকে।

জনপ্রিয় চিত্র সমালোচক তরণ আদর্শ জানিয়েছেন, এককথায় যদি সিনেমাটির রিভিউ দিতে হয় তাহলে বলবো 'হতাশাজনক'। প্রথম দিনে ৩৭ কোটি টাকার বেশি আয় করলেও অনেক প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। ওম রাউতের স্বপ্নের কাজ হলেও মুক্তি পাওয়ার পর থেকেই বিশৃঙ্খলা সৃষ্টি করেছে।

'আদিপুরুষ' বয়কটের ডাক
Sunny Deol: নিজের কেন্দ্রে পা রাখেন না সানি দেওল, ২০২৪-এ ফল ভুগবে দল - মত স্থানীয় বিজেপি নেতৃত্বের
'আদিপুরুষ' বয়কটের ডাক
Ukraine Crisis: আবার কিয়েভ আক্রমণ করার পরিকল্পনা করছে রাশিয়া! পুতিনের মন্তব্যে বাড়ছে জল্পনা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in