Vidya Balan: এখন সর্বত্র মেরুকরণ, ধর্মীয় কাঠামো তৈরির জন্য কখনোই দান করি না: বিদ্যা বালান

People's Reporter: বিদ্যা জানান, গভীর আধ্যাত্মিক ব্যক্তি হওয়া সত্ত্বেও তিনি কখনও মন্দির-মসজিদ তৈরির জন্য টাকা দান করেন না। বরং তিনি স্বাস্থ্য, স্যানিটেশন এবং শিক্ষা ক্ষেত্রগুলিতে টাকা দান করেন।
Vidya Balan: এখন সর্বত্র মেরুকরণ, ধর্মীয় কাঠামো তৈরির জন্য কখনোই দান করি না: বিদ্যা বালান
Published on

রাজনীতির সঙ্গে তারকাদের সম্পর্ক বহু পুরানো। হেমা মালিনী থেকে শুরু করে কঙ্গনা রানাউত, বহু তারকাই অভিনয় জীবনের পাশাপাশি রাজনৈতিক জীবনেও পা দিয়েছেন। তবে রাজনীতিতে যুক্ত হওয়া নিয়ে আশঙ্কা শোনা গেল বলিউড অভিনেত্রী বিদ্যা বালানের গলায়।

সম্প্রতি Unfiltered with Samdish-কে দেওয়া এক সাক্ষাৎকারে বিদ্যা বালান জানিয়েছেন, “রাজনীতিকে আমার ভয় লাগে। যদি আমাকে ব্যান করে দেয়! সৌভাগ্যক্রমে, এটা আমার সাথে ঘটেনি। কিন্তু এখন অভিনেতারা রাজনীতি নিয়ে কথা বলার বিষয়ে সতর্ক হয়েছেন। জানি না কে ক্ষুব্ধ হবে, বিশেষ করে কোনও ছবি মুক্তির সময় হলে। ২০০ জনের কাজ তখন ঝুঁকির মুখে পড়বে। তাই আমি বলি আমাকে রাজনীতি থেকে দূরে রাখুন।"

এরপরেই বিদ্যা বালানকে জিজ্ঞাসা করা হয়, ক্যারিয়ারের শুরু থেকেই রাজনীতি নিয়ে কথা বলার সময় এমন ভয় তিনি পেতেন কিনা? এর উত্তরে অভিনেত্রী জানান, "আগে এমন হতো না। এখন সোশ্যাল মিডিয়ার কারণে এটি ঘটছে। এখন মানুষ সব কিছুর উপরেই বিরক্ত। তারা এমন বিষয়েও তাদের মতামত দেয় যে বিষয়ে তারা খুব বেশি জানেন না। তাই আপনার মুখ বন্ধ রেখে কাজ করে যাওয়া ভাল।“

অভিনেত্রী মনে করেন যে জাতি ধর্মের ক্ষেত্রে দেশে মেরুকরণ বেড়েছে বর্তমানে। অভিনেত্রীর কথায়, "আমার মনে হচ্ছে আমরা আরও মেরুকরণের দিকে এগোচ্ছি। একটি জাতি হিসাবে, আগে আমাদের ধর্মীয় পরিচয় ছিল না। কিন্তু এখন কেন জানি না এটা তৈরি হয়েছে... এটা শুধু রাজনীতির ক্ষেত্রে হচ্ছে না, সোশ্যাল মিডিয়াতেও। শুধু আমাদের দেশে মেরুকরণের হাওয়া বইছে না, গোটা বিশ্বেই বইছে।“

বিদ্যা জানান, গভীর আধ্যাত্মিক ব্যক্তি হওয়া সত্ত্বেও তিনি কখনও মন্দির-মসজিদ তৈরির জন্য টাকা দান করেন না। বরং তিনি স্বাস্থ্যসেবা, স্যানিটেশন এবং শিক্ষার সাথে জড়িত ক্ষেত্রগুলিতে টাকা দান করেন।

জনহিতকর দৃষ্টিকোণ থেকে তিনি কোন ক্ষেত্রে কাজ করবেন জানতে চাইলে তিনি বলেন, “স্বাস্থ্য, স্যানিটেশন এবং শিক্ষা। ধর্মীয় স্থাপনা নির্মাণের জন্য কেউ যদি আমার কাছে অনুদান চায়, তা যেকোনো কিছু হতে পারে, আমি কখনোই দান করি না। আপনি যদি হাসপাতাল, স্কুল বা পাবলিক টয়লেট তৈরি করেন, আমি আনন্দের সাথে তার জন্য দান করব।“

Vidya Balan: এখন সর্বত্র মেরুকরণ, ধর্মীয় কাঠামো তৈরির জন্য কখনোই দান করি না: বিদ্যা বালান
Tamannaah Bhatia: অনলাইনে বেআইনিভাবে আইপিএল সম্প্রচার কাণ্ডে অভিনেত্রী তমন্না ভাটিয়াকে তলব পুলিশের
Vidya Balan: এখন সর্বত্র মেরুকরণ, ধর্মীয় কাঠামো তৈরির জন্য কখনোই দান করি না: বিদ্যা বালান
Aamir Khan: ভোট প্রচারে এবার আমিরের 'গ্যারান্টি'! ফের ভুয়ো ভিডিও-র কবলে বলিউড তারকা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in