Vivek Agnihotri: 'যেসকল তারকার সাথে কাজ করেছি তাঁরা শিক্ষিত নন' - দাবি দ্য কাশ্মীর ফাইলস'র পরিচালকের

বিবেক অগ্নিহোত্রী বলেন, "আমি কোনো অহংকার থেকে বলছি না। আমি কেবল সত্যিটা বলছি। আমি অনুভব করতে শুরু করছি যে যেসকল তারকার সাথে কাজ করা করেছি তাঁরা শিক্ষিত নন এবং বিশ্ব সম্পর্কে তাঁদের কোনো ধারণা নেই।"
বিবেক অগ্নিহোত্রী
বিবেক অগ্নিহোত্রীফাইল চিত্র
Published on

বলিউড তারকাদের বিরুদ্ধে ফের বিতর্কিত মন্তব্য করলেন 'দ্য কাশ্মীর ফাইলস' খ্যাত চিত্র পরিচালক বিবেক অগ্নিহোত্রী। তাঁর মতে বলিউড তারকারা অনেকেই অশিক্ষিত। তাঁদের থেকে তিনি অধিক শিক্ষিত।

বিবেক অগ্নিহোত্রী বলেন, "আমি কোনো অহংকার থেকে বলছি না। আমি কেবল সত্যিটা বলছি। আমি অনুভব করতে শুরু করছি যে যেসকল তারকার সাথে কাজ করেছি আমি, তাঁরা শিক্ষিত নন এবং বিশ্ব সম্পর্কে তাঁদের কোনো ধারণা নেই।"

তিনি বলেন, "আমি তাঁদের চেয়ে বেশি বুদ্ধিমান। বিশ্ব সম্পর্কে তাঁদের থেকে আমার ভালো জ্ঞান আছে। ফলে তাঁদের অজ্ঞতা আমাকেও সেইদিকেই নিয়ে যাচ্ছে। শুধু আমাকেই নয় আপনাদেরকেও অজ্ঞতার দিকে নিয়ে যাচ্ছে।"

তিনি আরও বলেন, বলিউড দর্শকদের একই জিনিস দেখায়। শুধু একটু মশলা দিয়ে মানুষের মন জয় করে। দর্শকরা খুব বুদ্ধিমান। যদি আপনি তাঁদের বুদ্ধিযুক্ত জিনিস দেখান তাহলে তাঁরা সেগুলিই দেখবেন। যেমন বলা যেতে পারে একটা দোকানে প্লেবয় ও গীতা বিক্রি হয়। সেখানে গীতার থেকে প্লেবয়ের বিক্রি বেশি। এই যে বিক্রি করার পদ্ধতি আমি সেটা থেকে বেরিয়ে এসেছি এবং নিজেকে নতুন করে তৈরি করছি।

বিবেকের মতে, ভারতীয় সিনেমা অনেকটাই বোবা। কারণ অভিনেতারা বোবা অর্থাৎ বেশি কিছু জানে না। যার কারণে লেখক এবং পরিচালকরাও বোকার মতো কাজ করেন। আর তাঁরা ভাবেন দর্শক বোকা। কিছুই বোঝেন না। সেই কারণেই আমি বলিউড থেকে বেরিয়ে আসছি।

বিবেক অগ্নিহোত্রী
ব্যক্তিগত বিষয়: ২৪ ঘণ্টার মধ্যেই ব্যাংকের বাংলো নিলামের নির্দেশিকা প্রত্যাহার প্রসঙ্গে সানি দেওল
বিবেক অগ্নিহোত্রী
JU: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভের মুখে নতুন ভারপ্রাপ্ত উপাচার্য

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in