বরাবই কেন্দ্রের মোদী সরকারের প্রকাশ্য সমালোচনা করে এসেছেন বর্ষীয়ান অভিনেতা প্রকাশ রাজ। লোকসভা ভোটের আগে সেই প্রকাশ রাজকে নিয়েই জল্পনা ছড়াল যে বিজেপিতে যোগ দিতে চলেছেন তিনি। তবে সেই জল্পনার অবসান ঘটিয়ে প্রকাশ রাজ স্পষ্ট জানিয়ে দিলেন তিনি বিজেপিতে যাচ্ছেন না।
বৃহস্পতিবার দিনভর এক্স (পূর্বতন টুইটার) –এ একটি পোস্ট ভাইরাল হয়। যেখানে দাবি করা হয়, প্রকাশ রাজ দুপুরে বিজেপিতে যোগ দেবেন। 'দ্য স্কিন ডক্টর' নামক একটি হ্যান্ডেল থেকে দাবি করা হয়, "প্রখ্যাত অভিনেতা প্রকাশ রাজ আজ বিকাল ৩টায় বিজেপিতে যোগ দেবেন।" মুহুর্তের মধ্যে সেই পোষ্টটি ভাইরাল হয়ে যায়।
সেই পোষ্টটি অভিনেতার চোখে পড়তেই বিজেপি সরকারকে কটাক্ষ করে মজার ছলে তিনি জবাব দেন, “আমার মনে হয় ওরা চেষ্টাও করেছিল। কিন্তু পরে দেখেছে যে, আমাকে কেনার মত ক্ষমতা ওদের নেই। আপনারা কি মনে করেন বন্ধুরা?”
এর আগে গত জানুয়ারি মাসে প্রকাশ রাজ দাবি করেছিলেন, তিনটি রাজনৈতিক দল তাঁকে লোকসভা ভোটের আগে দলে নেওয়ার চেষ্টা করছে। সেই সময় তিনি জানান, “আমার কাছে তিন-তিনটি রাজনৈতিক দলের তরফে লোকসভা ভোটের প্রার্থী হওয়ার জন্য প্রস্তাব এসেছে। তবে আমি সাফ না করে দিয়েছি। কারণ ওঁরা আমাকে চেয়েছিল, আমার রাজনৈতিক দর্শন বোঝার চেষ্টা করেনি। আমি এসবের ফাঁদে পড়তে চাই না।”
উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বেঙ্গালুরু সেন্ট্রাল থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন অভিনেতা। তবে সেই সময় তিনি পরাজিত হন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন