পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে ২৬/১১ মুম্বাই হামলা প্রসঙ্গে পাকিস্তান প্রশাসনের সমালোচনা করে খবরের শিরোনামে এসেছিলেন গীতিকার জাভেদ আখতার। ভারতে ফিরে কার্যত অবাক তিনি। জাভেদ আখতার বলেন, তাঁর মনে হচ্ছে যেন তৃতীয় বিশ্বযুদ্ধ জয় করে ফিরেছেন তিনি।
সর্বভারতীয় এক সংবাদমাধ্যম আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, "বিষয়টি বৃহৎ আকার ধারণ করেছে। যেটা খুবই অস্বস্তিদায়ক। এখন মনে হচ্ছে আমি ওখানে কোনো অনুষ্ঠানে যোগ দিতে যাইনি। তৃতীয় বিশ্বযুদ্ধ করতে গিয়েছিলাম। সেই যুদ্ধ জয় করে দেশে ফিরছি। জনসাধারণ এবং মিডিয়ার মধ্যে বেশ চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে বিষয়টি।"
ওই অনুষ্ঠানেই গীতিকারকে প্রশ্ন করা হয়, পাকিস্তানের মাটিতে এই মন্তব্য করতে ভয় পাননি? উত্তরে জাভেদ আখতার বলেন, "আমি যে দেশে জন্মেছি, যে দেশে আমার মৃত্যু হবে, সেই দেশেই এই ধরণের মন্তব্য করতে ভয় পাইনা তাহলে পাকিস্তানে গিয়ে বলতে ভয় পাব কেন?"
গীতিকারের কথায়, "এইটুকু কথা তো বলতেই হবে, মুখ তো খুলতেই হবে। চুপ করে থাকব কী করে?"
মুম্বাইয়ের অনুষ্ঠানে তাঁকে প্রশ্ন করা হয়েছিল পাকিস্তান গঠন ভুল সিদ্ধান্ত কিনা। এর উত্তরে তিনি বলেন, "মানুষের করা সবথেকে বড় ১০ টি ভুল নিয়ে যদি একটা বই লেখা যায়, সেই তালিকায় পাকিস্তান গঠন অবশ্যই জায়গা পাবে। এই গঠন সম্পুর্ণ অযৌক্তিক। ধর্মের ভিত্তিতে কোনোদিন দেশ গঠন করা যায় না। তাহলে সমগ্র মধ্য প্রাচ্য একটাই দেশ হতো।"
তিনি বলেন, "৭০ বছর আগে যেই ভুল হয়েছিল, সেই একই ভুল আমরা এখন আবার করার চেষ্টা করছি। এখন অনেকে ভারতকে হিন্দু রাষ্ট্র বানাতে চাইছে। আমি জানিনা হিন্দু রাষ্ট্র মানে কী? আমি জানিনা ধর্মের ভিত্তিতে কোনোদিন দেশ গঠন করা যায় কিনা।"
উল্লেখ্য, সম্প্রতি কিংবদন্তি উর্দু কবি ফয়েজ আহমেদ ফয়েজের স্মরণে লাহোরের একটি অনুষ্ঠানে যোগ দিতে যান জাভেদ আখতার। সেখানে গিয়ে তিনি বলেছিলেন, "পাকিস্তানের বিরুদ্ধে রাগ হওয়াটা ভারতীয়দের পক্ষে স্বাভাবিক বিষয়। কারণ মুম্বইতে যারা হামলা চালিয়েছিল তারা কেউ নরওয়ে বা ইজিপ্ট থেকে আসেনি। সেই সন্ত্রাসবাদীরা এখনও পাকিস্তানের বিভিন্ন জায়গায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। একজন ভারতীয় হয়ে এই দৃশ্য কোনোদিনই মেনে নেওয়া যায় না।"
তিনি আরও বলেছিলেন, পাকিস্তানের নুসরত ফতে আলি খান, মেহেদি হাসানের মতো বড় বড় শিল্পীরা ভারতে অনুষ্ঠান করেছেন। অনেক ভালোবাসাও পেয়েছেন। কই আপনাদের দেশে তো লতা মঙ্গেশকরের কোনও অনুষ্ঠান আয়োজন করা হয়নি।
এই মন্তব্যের পরই অধিকাংশ ভারতীয়ই জাভেদ আখতারের প্রশংসায় পঞ্চমুখ। পাকিস্তানের শিল্পীরা অবশ্য বলছেন জাভেদ আখতারকে ভিসা দেওয়াই উচিত হয়নি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন