Jai Bhim at Oscars: অস্কারের অফিসিয়াল YouTube চ্যানেলে দেখানো হল ‘জয় ভীম’ ছবির অংশ

গল্পের বর্ণনা সহ ছবিটির বিশেষ বিশেষ দৃশ্য অস্কারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেখানো হয়েছে। ‘সিন অ্যাট দ্য অ্যাকাডেমি’ (Scene at the Academy) সিরিজে জায়গা করে নিয়েছে জয় ভীম ছবির ওই অংশগুলি।
জয় ভীম ছবির পোস্টার
জয় ভীম ছবির পোস্টারছবি - অ্যামাজন প্রাইম
Published on

দক্ষিণের সুপাস্টার সুরিয়ার ‘জয় ভীম’ মুক্তি পাওয়ার তিন মাস হয়ে গেছে। সিনেমাটি এখনও কোনও না কোনও কারণে খবরের শিরোনামে চলে আসছে। সর্বশেষ খবর হল, গল্পের বর্ণনা সহ ছবিটির বিশেষ বিশেষ দৃশ্য অস্কারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেখানো হয়েছে। ‘সিন অ্যাট দ্য অ্যাকাডেমি’ (Scene at the Academy) সিরিজে জায়গা করে নিয়েছে জয় ভীম ছবির ওই অংশগুলি।

আধুনিক ভারতের শাশ্বত দুনিয়ার কাহিনিই ফুটে উঠেছে ‘জয় ভীম’-এ। দেখানো হয়েছে পিছিয়ে পড়া সম্প্রদায়ের উপরে পুলিশি অত্যাচারের কাহিনী এবং এক সাহসী আইনজীবীর অদম্য লড়াই। সিনেমায় সুরিয়াকে বাস্তব জীবনের আইনজীবী চন্দ্রুর চরিত্রে দেখানো হয়েছে, যিনি একটি পয়সাও না নিয়ে নিপীড়িতদের জন্য লড়াই করেছেন। সিনেমার শুরুতে এক গরীব সাপুড়েকে চুরির দায়ে মিথ্যা মামলায় ফাঁসানো হয়। পরবর্তীকালে লকআপের মধ্যেই পুলিশি অত্যাচারে মারা যায় ‘রাজাকান্নু’ ( সাপুড়ে) । তার গর্ভবতী স্ত্রী ন্যায়বিচার পাওয়ার জন্য আইনজীবী চান্দ্রুর (সুরিয়া) দারস্থ হয়।

অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার পর থেকেই “জয় ভীম” সাড়া ফেলে দিয়েছে। সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা এই সিনেমা সমাজের প্রান্তিক মানুষের কঠিন পরিস্থিতি ও লড়াইকে তুলে ধরেছে। তুলে ধরেছে প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানো এক সাহসী আইনজীবীর লড়াইকেও। পাশাপাশি স্বাধীন ভারতে বর্ণবৈষম্যের নগ্ন চিত্রকে দর্শকদের সামনে উপস্থাপন করেছে। ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে এই সিনেমাটি।

জয় ভীম পরিচালনা করেছেন টি.জে. জ্ঞানভেল। প্রযোজনা করেছেন জ্যোতিকা এবং সুরিয়া। এই চলচ্চিত্রে বিভিন্ন ভূমিকায় অভিনয় করেছেন সূর্য, মণিকন্দন এবং প্রকাশ রাজ। জয় ভীম “গোল্ডেন গ্লোব ২০২২” সেরা অ-ইংরেজি ভাষার চলচ্চিত্র বিভাগেও মনোনয়ন পেয়েছে।

জয় ভীম ছবির পোস্টার
Jai Bhim: CPIM নেতৃত্বের উপস্থিতিতে পার্বতী আম্মালের হাতে ১৫ লাখ টাকা তুলে দিলেন অভিনেতা সূর্য

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in