গুরুতর অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করা হলো সঙ্গীতশিল্পী কবীর সুমনকে। হাসপাতাল সূত্রে খবর, শ্বাসকষ্ট জনিত সমস্যা রয়েছে 'গানওয়ালা'র। তবে আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।
সোমবার কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয় ৭৩ বছর বয়সী কবীর সুমনকে। দুপুর ৩টে নাগাদ বুকে সংক্রমণ নিয়ে তিনি সুপার স্পেশালিটি ব্লকে ভর্তি হন। চিকিৎসক সূত্রে খবর, শিল্পীর বুকে সংক্রমণের পাশাপাশি হৃদযন্ত্রে সমস্যা আছে। বেশ কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। তাঁকে রাখা হয়েছে সিসিইউতে। তাঁকে অক্সিজেন সাপোর্টও দেওয়া হয়েছে।
সিসিইউ স্পেশালিস্ট সোমনাথ দে-র অধীনে চিকিৎসা হচ্ছে কবীর সুমনের। এছাড়া সোমনাথ দে সহ মোট চার সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। যার মধ্যে আছেন পালমনোলজিস্ট, কার্ডিওলজিস্ট এবং জেনারেল মেডিসিনের চিকিৎসক।
এর আগে করোনার সময় শ্বাসকষ্ট জনিত সমস্যার কারণে হাসপাতালের ভর্তি হয়েছিলেন সুমন। সেই সময় ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছিল। সেবার এসএসকেএম হাসপাতালের উডবার্ন ব্লকে তাঁকে ভর্তি করা হয়।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন