Kamal Haasan: বলিউড আর দক্ষিণী ছবি বিতর্কে এবার মুখ খুললেন কমল হাসান

আগামী ৩রা জুন, কমল হাসানের সাম্প্রতিক ছবি সর্বভারতীয় হলে রিলিজ পেতে চলেছে। লোকেশ কানাগারাজ পরিচালিত এই ছবির নাম ‘বিক্রম’। যেখানে অভিনেতাকে একটি প্রৌড় অ্যাকশন হিরোর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।
মুক্তি পেতে চলেছে কমল হাসানের ছবি ‘বিক্রম’
মুক্তি পেতে চলেছে কমল হাসানের ছবি ‘বিক্রম’ ছবি - ট্যুইটার
Published on

সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি (তামিল, তেলেগু, মালায়লাম, কান্নাড়) এবং বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে বেশ কিছুদিন থেকেই একটি ঠাণ্ডা লড়াই চলছে। এবার এই বিষয়ে মুখ খুললেন প্রবাদপ্রতিম অভিনেতা কমল হাসান। তিনি এই প্রসঙ্গে বলেন, সব ছবিই আমাদের দেশের ছবি। আর সিনেমার ক্ষেত্রে একটাই ভাষা হওয়া উচিত সেটা সিনেমারই ভাষা। ভাষা নিয়ে সাম্প্রদায়িক উস্কানির কোন জায়গা নেই। এসব না করে কিভাবে ভারতীয় সিনেমাকে আন্তর্জাতিক স্তরে আরও বিকশিত করা যায়, সেই বিষয়েই উল্লেখ করতে চেয়েছেন কমল।

ছবি তৈরির বাজারে এখন এই দুই শিবির প্রচণ্ড ব্যস্ত। পরপর বলিউড আর দক্ষিণী ইন্ডাস্ট্রির তাবড় ছবি রিলিজ পাচ্ছে। ব্যবসায়িক দিক থেকে হোক বা ছবির বিষয় নির্বাচনে হোক। এই দুই ধারার (ভাষার) ছবি খুবই ভিন্ন, তা দেখলেই বোঝা যায়। ভালো-খারাপ, এগিয়ে-পিছিয়ে দ্বন্দ্বে এগুলিকে বিচার না করাই ভালো। তবে সম্প্রতি দক্ষিণী তারকা মহেশ বাবুর একটি ইন্টারভিউর পর অনেকে মুখ খুলেছেন এই দুই ইন্ডাস্ট্রির ছাই-চাপা আগুন নিয়ে। মহেশের প্রতিক্রিয়ায় সরব হয়েছেন অনেক অভিনেতা। সেই তালিকায় যোগ দিলেন অভিনেতা কমল হাসানও।

আগামী ৩রা জুন, দুই ইন্ডাস্ট্রির একাধিক হিট ছবির অভিনেতা কমল হাসানের সাম্প্রতিক ছবি সর্বভারতীয় হলে রিলিজ পেতে চলেছে। লোকেশ কানাগারাজ পরিচালিত এই ছবির নাম ‘বিক্রম’। যেখানে অভিনেতাকে একটি প্রৌড় অ্যাকশন হিরোর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। ছবির ট্রেলার আগেই মুক্তি পেয়েছে। অভিনেতা নিজেও এই বিষয় নিয়ে প্রচার শুরু করেছেন।

এই ছবিতে আরও দেখা যাবে ফাওয়াদ ফাজিল, বিজয় সেতুপতি, কালিদাস জয়ারাম প্রমুখ অভিনেতাকে। দুই ইন্ডাস্ট্রির এই ঠাণ্ডা লড়াই থেকে বেরিয়ে সিনেমা ভাবনাকে সৃষ্টিশীল দিকে নিয়ে যাওয়ার কথায় বারবার উল্লেখ করেছেন কমল হাসান।

মুক্তি পেতে চলেছে কমল হাসানের ছবি ‘বিক্রম’
‘হিন্দি রাষ্ট্রভাষা’ - ট্যুইট করে দাবি বলিউড স্টার অজয় দেবগনের, পাল্টা কন্নড় তারকার

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in