বক্স অফিসে একের পর এক ফ্লপ ছবি। তারপর রাজনীতিতে। বিজেপির প্রার্থী হয়ে লোকসভা নির্বাচনে লড়তে চলেছেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। এবার শাহরুখ খানের সঙ্গে নিজের তুলনা টানলেন এই বলি অভিনেত্রী। বললেন, শাহরুখ খান এবং তিনিই ‘তারকাদের শেষ প্রজন্ম’।
‘টাইমস নাও সামিট ২০২৪’-এ অংশ নিয়েছিলেন কঙ্গনা রানাউত। সাম্প্রতিক সময়ে বক্স অফিসে ফ্লপের কারণেই কি রাজনীতিতে যোগ, এই বিষয়ে সেখানে তাঁকে প্রশ্ন করা হলে, অভিনেত্রী জানান, “সারা পৃথিবীতে এমন কোনও অভিনেতা নেই যিনি ফ্লপ ছবির শিকার হননি। শাহরুখ খানেরও পর পর ১০টি ছবি চলেনি, তারপরে তিনি 'পাঠান' ছবিতে সাফল্য পান। আমার ৭-৮ বছর ধরে কোনও ছবি চলেনি, এরপর 'ক্যুইন' চলে, এরপর ৩-৪ বছর বাদে আবার 'মণিকর্ণিকা' চলে। এরপর 'এমার্জেন্সি' মুক্তি পাবে, হয়তো এটি বক্স অফিসে দারুণ চলবে।”
উল্লেখ্য, আগামী ১৪ জুন মুক্তি পেতে চলেছে কঙ্গনা রানাউত অভিনীত ‘এমার্জেন্সি’ ছবি। যেখানে অভিনেত্রীকে দেখা যাবে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে। ছবিটি তৈরি হয়েছে ভারত জুড়ে ১৯৭৫ সালের জরুরী অবস্থার উপর ভিত্তি করে। ছবিতে অভিনয় করেছেন অনুপম খের, শ্রেয়াস তালপাড়ে, এবং মিলিন্দ সোমান প্রমুখরা।
এদিনের সামিটে কঙ্গনা আরও বলেন, ওটিটির যুগে তারকা হওয়া সহজ নয়। কারণ ওটিটি তারকা হওয়ার সুযোগ দেয় না। কঙ্গনার কথায়, “আজকাল ওটিটির কারণে অভিনেতাদের প্রতিভা প্রদর্শনের আরও সুযোগ রয়েছে। কিন্তু আমরাই তারকাদের শেষ প্রজন্ম, কারণ ওটিটি তারকা তৈরি করতে পারে না। আমরা পরিচিত মুখ এবং ঈশ্বরের আশীর্বাদে আমাদের চাহিদা রয়েছে। পর্দাতেই আমাদের মানুষ দেখবে। ওটিটি-তে পা দেওয়া মানে সহজলভ্য হয়ে যাওয়া। আমি আর্ট অ্য়ান্ড ক্রাফ্টকে মান্যতা দিতে চাই। শুধু টিকে থাকার জন্য ওটিটিতে আসতে পারব না। আমি নিজেকে বাস্তব জগতের সঙ্গে সম্পৃক্ত করতে চাই, শুধু আলোয় ভরা জগতের স্টার হতে চাই না।“
কঙ্গনা রানাউত অভিনীত শেষ তিনটি ছবি – তেজস, ধাকদ এবং থালাইভি – ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে বড় ফ্লপ। এবার বিজেপির টিকিটে হিমাচল প্রদেশের মান্ডি থেকে লোকসভা নির্বাচনে লড়তে চলেছেন তিনি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন