আরও একবার কৃষক আন্দোলনকে নিশানা করলেন মান্ডির বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত। এর আগেও একাধিকবার কৃষক আন্দোলনকে আক্রমণ করেছেন এই অভিনেত্রী বিজেপি সাংসদ। গতকাল নিজের এক্স হ্যান্ডেলে (পূর্বতন ট্যুইটার) এক ভিডিও শেয়ার করে কঙ্গনা রানাওয়াত দাবি করেছেন, কৃষকদের বিক্ষোভ আন্দোলন এখানেও বাংলাদেশের মত পরিস্থিতির সৃষ্টি করবে।
তাঁর এই মন্তব্যে ক্ষুব্ধ খোদ হরিয়ানার বিজেপি নেতৃত্ব। যারা স্পষ্ট করেই জানিয়েছেন, কঙ্গনা রানাওয়াত হরিয়ানার বিজেপি নেতা নন। হরিয়ানা প্রসঙ্গে তাঁর এই ধরণের বিতর্কিত মন্তব্য করার কোনও প্রয়োজন নেই।
কঙ্গনা রানাওয়াতের এই মন্তব্যের সঙ্গে সহমত নন হরিয়ানার বিজেপি নেতৃত্ব। সূত্র অনুসারে, হরিয়ানা বিজেপির পক্ষ থেকে এক নেতা জানিয়েছেন, মান্ডির বিজেপি সাংসদের এই বক্তব্য সম্পর্কে তাঁরা কিছুই জানেন না। তাঁরা এই বিষয়ে দলের উচ্চ নেতৃত্বের সঙ্গে কথা বলবেন।
প্রসঙ্গত, এর আগেও সাম্প্রতিক লোকসভা নির্বাচনের সময় হরিয়ানায় নির্বাচনী প্রচারে গিয়ে কৃষক আন্দোলনের বিরুদ্ধে একাধিক মন্তব্য করেছিলেন কঙ্গনা রানাওয়াত। রাজ্যের বিজেপি নেতৃত্বের একাংশের মতে, কঙ্গনার এই মন্তব্য নির্বাচনে বিরূপ প্রভাব ফেলেছে এবং সাধারণ মানুষও এই মন্তব্য ভালোভাবে নেয়নি। কঙ্গনার এবারের মন্তব্যেও বিরূপ প্রভাব পড়তে পারে বলেই তাদের অভিমত।
বিজেপি নেত্রী কঙ্গনা রানাওয়াত তাঁর ভিডিওতে বলেছেন, কৃষক আন্দোলনের সময় দেখা গেছে দেহ ঝুলছে এবং মহিলাদের ধর্ষণ করা হয়েছে। যখন কৃষকদের পক্ষে থাকা বিল তুলে নেওয়া হয়েছিল তখন দেশ স্তম্ভিত হয়ে গেছিল। তিনি আরও বলেন, কৃষকরা এখনও বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন এবং এর পেছনে ‘বিদেশি শক্তি’ কাজ করছে।
হরিয়ানার এক বিজেপি নেতা জানিয়েছেন, এই মুহূর্তে কৃষকদের মধ্যে বিজেপির বিরুদ্ধে কোনও বিরক্তি নেই। কিন্তু রানাওয়াতের মন্তব্য আসন্ন নির্বাচনে যেসব বিজেপি প্রার্থী এখন প্রচার করছেন তাদের বিপাকে ফেলতে পারে।
বিজেপি রাজ্য প্রধান মোহন লাল বাদোলি জানিয়েছেন, তিনি ওই ভিডিও দেখার পরেই এই বিষয়ে মন্তব্য করবেন।
বিকেইউ (শহিদ ভগত সিং) মুখপাত্র তেজবীর সিং এই প্রসঙ্গে জানিয়েছেন, কঙ্গনা রানাওয়াত বিতর্কিত কথা বলে প্রচারের আলোয় থাকার চেষ্টা করছেন। তিনি কখনও মণিপুর নিয়ে কোনও মন্তব্য করেন না বা অন্যান্য মানবাধিকারের বিষয়েও কোনও মন্তব্য করেন না।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন