Kangana Ranaut: এখনও মেলেনি CBFC-র ছাড়পত্র - কঙ্গনা রানাওয়াতের 'এমারজেন্সি'র মুক্তি স্থগিত

People's Reporter: আগামী ৬ সেপ্টেম্বর মুক্তি নির্ধারিত থাকলেও তা ওইদিন মুক্তি পাচ্ছে না। জানা গেছে, বেশ কিছু বিতর্কের জেরে এই ছবি এখনও সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (CBFC) থেকে ছাড়পত্র পায়নি।
এমারজেন্সি চলচ্চিত্রে কঙ্গনা রানাওয়াত
এমারজেন্সি চলচ্চিত্রে কঙ্গনা রানাওয়াতছবি, দ্য প্রিন্ট থেকে সংগৃহীত
Published on

বিজেপি সাংসদ এবং অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের ‘এমারজেন্সি’ ছবির মুক্তি আটকে গেল। ফলে প্রাথমিকভাবে আগামী ৬ সেপ্টেম্বর এই ছবির মুক্তি নির্ধারিত থাকলেও তা ওইদিন মুক্তি পাচ্ছে না। জানা গেছে, বেশ কিছু বিতর্কের জেরে এই ছবি এখনও সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (CBFC) থেকে ছাড়পত্র পায়নি।

ডেকান হেরাল্ডে প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে, 'এমারজেন্সি' চলচ্চিত্রে বেশ কিছু স্পর্শকাতর বিষয় থাকার জন্য এখনও পর্যন্ত এই চলচ্চিত্র মুক্তির অনুমতি পায়নি। আগামীকাল সোমবার এই বিষয়ে পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবার কথা। এই বৈঠকে তাঁর দলের সদস্যদের সঙ্গে উপস্থিত থাকবেন কঙ্গনা রানাওয়াত স্বয়ং।

সূত্র অনুসারে, সিবিএফসি এই চলচ্চিত্রের বেশ কিছু দৃশ্য নিয়ে আপত্তি জানিয়েছে এবং সেই সব দৃশ্য বাদ দেবার সুপারিশ করেছে। সেই কারণেই এখনও পর্যন্ত এই ছবি মুক্তির ছাড়পত্র দেওয়া হয়নি। এই চলচ্চিত্র কখন মুক্তি পাবে তা এখনও স্পষ্ট নয়।

গত ৩০ আগস্ট নিজের এক্স হ্যান্ডেলে (পূর্বতন ট্যুইটার) এই চলচ্চিত্রের মুক্তির বিষয়ে হতাশা প্রকাশ করেছিলেন কঙ্গনা রানাওয়াত। তাঁর দাবি অনুসারে, প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যা দৃশ্য না দেখানোর জন্য তাঁর ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে।

ওই ট্যুইটে কঙ্গনা আরও দাবি করেন যে, সেন্সর বোর্ডের সদস্যদেরও এই বিষয়ে হুমকি দেওয়া হচ্ছে। এই চলচ্চিত্রে যেন প্রাক্তন প্রধানমন্ত্রীর হত্যাদৃশ্য এবং তার পরবর্তী ঘটনা না দেখানো হয় তাই নিয়েও চাপ সৃষ্টি করা হচ্ছে। তিনি আরও বলেন, এটা আমার কাছে সম্পূর্ণ অবিশ্বাস্য ঘটনা।

এমারজেন্সি চলচ্চিত্রে কঙ্গনা রানাওয়াত
Kangana Ranaut: এমার্জেন্সির ট্রেলার প্রকাশ হতেই প্রাণনাশের হুমকি! পুলিশি হস্তক্ষেপের আর্জি কঙ্গনার
এমারজেন্সি চলচ্চিত্রে কঙ্গনা রানাওয়াত
Kangana Ranaut: দলের নীতিগত বিষয়ে মন্তব্য করার কোনও অধিকার নেই কঙ্গনা রানাওয়াতের - বিবৃতি বিজেপির

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in