২০২২ সালের স্বাধীনতা দিবসের দিন বিলকিস গণধর্ষণ কাণ্ডে দোষী সাব্যস্ত ১১ জনকে খালাস করে দিয়েছিল গুজরাত সরকার। সম্প্রতি গত ৮ জানুয়ারি সুপ্রিম কোর্ট গুজরাত সরকারের এই নির্দেশকে খারিজ করে দেয়। এবং ওই ১১ জন ধর্ষককে আগামী দু’সপ্তাহের মধ্যে পুলিশের কাছে আত্মসমর্পণের নির্দেশ দেয়। এই ঘটনার পর বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত নিজের সোশ্যাল হ্যান্ডেলে জানান, বিলকিসকে নিয়ে একটি চিত্রনাট্য তৈরিই আছে তাঁর। কাজ শুরু হওয়ার অপেক্ষা শুধু।
বিলকিসকাণ্ডে সুপ্রিম রায়ের পর এক্স হ্যান্ডেলে কঙ্গনার এক অনুরাগী প্রশ্ন করেন, তিনি বিলকিসকে নিয়ে সিনেমা করতে চান কিনা। এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী জানিয়েছেন, ‘‘আমি অবশ্যই তাঁর গল্প নিয়ে ছবি করতে চাই। আমি গত তিন বছর ধরে বিষয়টা নিয়ে কাজ করেছি, আমার কাছে চিত্রনাট্যও তৈরি আছে। কিন্তু নেটফিক্স, অ্যামাজন প্রাইমের মতো কোনও ওটিটি প্ল্যাটফর্ম ছবিটা করতে চাইছে না, কারণ তারা কেউই রাজনীতি নিয়ে ঘাঁটাঘাঁটি করতে চায় না। এছাড়াও জিও সিনেমা জানিয়ে দিয়েছে, তারা কঙ্গনার সাথে কাজ করতে চায় না, কারণ আমি নাকি ভারতীয় জনতা পার্টির সমর্থক।“
উল্লেখ্য, ২০০২ সালে গুজরাতে সাম্প্রদায়িক হিংসা চলাকালীন পাঁচ মাসের অন্তসত্ত্বা বিলকিস বানোকে ধর্ষণ করেন তাঁর গ্রামের বাসিন্দারা। বিলকিসের সামনে তাঁর তিনবছরের মেয়েকে পাথরে ছুঁড়ে মারলে, ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল ওই শিশু কন্যার। এই ঘটনাকে ‘বিরলের মধ্যে বিরলতম’ আখ্যা দিয়ে মুম্বইয়ের সিবিআই আদালতে কঠোর সাজার পক্ষে সওয়াল করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
এরপর ২০০৮ সালে এই ঘটনায় অভিযুক্ত ওই ১১ জনকে বিশেষ আদালত যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয়। ওই অভিযুক্তরা জেলে খুব ভালো আচরণ করেছেন, এই দাবিতে সাজার মেয়াদ শেষের আগেই তাদের মুক্তি দেয় বিজেপি শাসিত গুজরাত সরকার। এরপর ওই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হলে, আগামী দু’সপ্তাহের মধ্যে দোষীদের আত্মসমর্পণের নির্দেশ দেয় শীর্ষ আদালত।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন