লোকসভা নির্বাচনে অভিনেত্রী কঙ্গনা রানাউতকে প্রার্থী করেছে বিজেপি। নিজের এলাকা হিমাচল প্রদেশের মান্ডি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। তবে প্রার্থী হতেই ফের বিতর্ক শুরু অভিনেত্রীকে নিয়ে।
বিজেপির প্রার্থী ঘোষণার পর কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাতের সোশ্যাল মিডিয়া থেকে কঙ্গনা রানাউতকে নিয়ে একটি পোস্ট হয়। সেই পোস্টে কঙ্গনার একটি খোলামেলা পোশাক পরিহিত ছবি দিয়ে ক্যাপশনে লেখা হয়, “মান্ডিতে কী দাম চলছে এখন একটু বলবেন?” যদিও সুপ্রিয়া শ্রীনাতের দাবি তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে। পরে পোষ্টটি ডিলিট করে দেওয়া হয়। সেই পোষ্ট নিয়েই শুরু বিতর্ক।
এর পাল্টা হিসেবে অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের অভিনীত কয়েকটি চরিত্রের কথা স্মরণ করিয়ে দিয়ে লেখেন, “গালিগালাজ করার জন্য যৌনকর্মীদের কথা না টানাই ভালো। প্রতিটা নারীর মর্যাদা প্রাপ্য।” এর জবাবে কঙ্গনার একটি পুরানো ভিডিও পোষ্ট করে অভিনেত্রীকে তোপ দাগেন কংগ্রেস নেতা শ্রীনিবাস ভদ্রবতী ভেঙ্কট।
শ্রীনিবাসের পোস্ট করা ভিডিওতে এক সংবাদমাধ্যমে কঙ্গনাকে বক্তব্য রাখতে দেখা যাচ্ছে। অভিনেত্রী বলছেন, “উর্মিলা মাতন্ডকর একজন সফট পর্নস্টার। আমি জানি এটা অত্যন্ত অমার্জিত বক্তব্য, কিন্তু আমার প্রশ্ন, তিনি তো অভিনয়ের জন্য পরিচিত নন, তাহলে তাঁর পরিচিতি কীসে, সফট পর্নের জন্য, তাইনা? তিনি যদি টিকিট পেতে পারেন তাহলে আমি কেন নয়?”
এই ভিডিওর ক্যাপশনে শ্রীনিবাস লেখেন, “সুপ্রিয়াজি যে মন্তব্য করেছেন তা অবশ্যই নিন্দার। তিনি শুধু সেই মন্তব্যটি ডিলিটই করেননি, ভীষণভাবে এর নিন্দাও করেছেন। আর আপনি (কঙ্গনা) টেলিভিশনের লাইভ শোতে উর্মিলা মাতন্ডকরকে সফট পর্নস্টার বলেছিলেন। আপনি এর নিন্দা করেছেন?”
উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে মুম্বই উত্তর কেন্দ্র থেকে কংগ্রেসের হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন উর্মিলা মাতন্ডকর। যদিও পরবর্তীতে কংগ্রেস ছেড়ে ২০২০ সালে শিবসেনাতে যোগ দেন উর্মিলা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন