Kangana Ranaut: এমার্জেন্সির ট্রেলার প্রকাশ হতেই প্রাণনাশের হুমকি! পুলিশি হস্তক্ষেপের আর্জি কঙ্গনার

People's Reporter: এমার্জেন্সি সিনেমাতে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করেছেন কঙ্গনা।
ইন্দিরা গান্ধীর চরিত্রে কঙ্গনা
ইন্দিরা গান্ধীর চরিত্রে কঙ্গনাছবি - সংগৃহীত
Published on

সম্প্রতি সমাজমাধ্যমে কঙ্গনা রানাউতের নয়া সিনেমা এমার্জেন্সির ট্রেলার মুক্তি পেয়েছে। আর তারপর থেকেই তিনি নাকি প্রাণনাশের হুমকি পাচ্ছেন। মহারাষ্ট্র, হরিয়ানা এবং পাঞ্জাব পুলিশকে সে বিষয়ে জানিয়েছেন অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা।

এমার্জেন্সি সিনেমাতে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করেছেন কঙ্গনা। অভিনয়ের পাশাপাশি সিনেমাটি পরিচালনাও করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে এমারজেন্সি নিয়ে কয়েকজনকে আলোচনা করতে দেখা যাচ্ছে। ওই ব্যক্তিরা শিখ সম্প্রদায়ের বলে মনে করা হচ্ছে।

ওই ভিডিওতে থাকা এক ব্যক্তি বলেন, সিনেমাতে যদি তাঁদেরকে সন্ত্রাসবাদী হিসেবে দেখানো হয় তাহলে তা উচিত হবে না (কারণ ১৯৮৪ সালে সতওয়ন্ত সিং ও বিয়ান্ত সিং, ইন্দিরা গান্ধীর দুই নিরাপত্তা রক্ষী তাঁকে গুলি করে হত্যা করেছিলেন)। শিখদের সন্ত্রাসবাদী হিসেবে দেখালে তাহলে এটাও মনে রাখা উচিত ইন্দিরা গান্ধীর সাথে ঠিক কী ঘটেছিল। আমরা যদি আমাদের মাথা কেটে বলিদান দিতে পারি তাহলে অন্যের মাথা কেটেও নিতে পারি।"

ভাইরাল হওয়া ভিডিওটি নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করে হরিয়ানা পুলিশ, মহারাষ্ট্র পুলিশ এবং পাঞ্জাব পুলিশকে ট্যাগ করেন মান্ডি লোকসভার সাংসদ কঙ্গনা। তিনি লেখেন, দয়া করে এটি দেখুন।

প্রসঙ্গত, ১৯৭৫ সালের ২৫ জুন সারাভারত জুড়ে ঘোষিত হয়েছিল জরুরি অবস্থা। এবার এই সময়কে পর্দায় তুলে ধরবেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করছেন তিনি। নিজের পরিচালিত এই ছবি নিয়ে অভিনেত্রীর বক্তব্য, “নিজের দৃষ্টিভঙ্গি থেকে এই ছবি আমি তৈরি করেছি।” কঙ্গনা ছাড়াও এই ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শ্রেয়স তলপড়ে, মিলিন্দ সোমন, মহিমা চৌধুরি, অনুপম খের। ছবিতে প্রয়াত অভিনেতা সতীশ কৌশিকও অভিনয় করেছিলেন। আগামী ৬ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তি পাবে।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in