কঙ্গনার ছবি 'ধাকড়' আগেই মুখ থুবড়ে পড়েছিল। এবার দেনার দায়ে অফিস বিক্রি করতে হতে পারে ছবির প্রযোজককে। এমনটাই কানাঘুষো শোনা যাচ্ছে বলিউড অন্দরমহলে।
প্রায় ১০০ কোটিরও বেশি টাকা খরচ করে বলিউডে তৈরি হয়েছিল নায়িকা কেন্দ্রিক অ্যাকশন ছবি 'ধাকড়'। তবে, বক্সঅফিসে ১০ কোটিরও কম টাকার ব্যবসা করে মুখ ডুবিয়েছে কঙ্গনা রানাওয়াতের এই অ্যাকশন এই ছবিটি।
রজনীস ঘাই পরিচালিত ‘ধাকড়’ ছবিটি কদিন আগেই, ২০শে মে রিলিজ করেছিল। তারপর মুক্তির পর থেকেই আশার আলো দেখেনি এই ছবিটি। রিলিজের দুই সপ্তাহের মধ্যেই ছবিটিকে ফ্লপ ঘোষণা করেছিল বক্স অফিস।
বক্স অফিসে আগেই মুখ থুবড়ে পড়েছিল 'ধাকড়'। কঙ্গনা রানাউত অভিনীত এই ছবির ব্যর্থতায় সর্বস্বান্ত হয়েছেন প্রযোজক দীপক মুকুট। সূত্রের খবর, ছবির বকেয়া ধারদেনা শোধ করার জন্য শেষ সম্বল অফিসটিকেও বিক্রি করতে হয়েছে তাঁকে। ছবি না চলায় ঘটিবাটি বিক্রি করার মতো পরিস্থিতি হল বলিউডের এই নামী প্রযোজকের!
তবে এই ঘটনাকে নিছকই রটনা বলে উড়িয়ে দিয়েছেন দীপক মুকুট। সম্প্রতি এবিষয়ে সংবাদমাধ্যমে মুখ খুলেছেন ছবির প্রযোজক। তিনি বলেছেন, “চারদিকে গুঞ্জন রটছে। এগুলো একদম বাজে কথা। ছবিতে বিনিয়োগ করা বেশিরভাগ টাকাই আমি তুলে নিতে পেরেছি। সময়ের সঙ্গে বাকি টাকাও তুলে নিতে পারব।”
প্রসঙ্গত, এই অ্যাকশন ছবি বক্স অফিসে কিরকম ব্যবসা করছে তা নিয়ে খুব একটা বেশি ভাবিত নন দীপক। অন্তত তেমনটাই বলছেন তিনি। তাঁর কথায়, “আমরা আগ্রহ নিয়ে একটি ছবি তৈরি করেছি। ছবিটি খুব ভালোভাবে, পরিশ্রম ও নিষ্ঠার সাথে বানানো হয়েছিল। তবে জানি না ভুলটা কোথায় হল! মানুষ কী দেখবেন বা দেখবেন না, সেটা তাঁরা ঠিক করবেন। কিন্তু আমরা খুশি এরম একটি নতুন ঘরানার ছবি বানিয়ে।”
প্রসঙ্গত, বক্স অফিসে তো সাড়া ফেলতে পারেইনি কঙ্গনার সাম্প্রতিক ছবি ধাকড়। পাশাপাশি ওটিটি প্ল্যাক্টফর্মে এই ছবির স্বত্ব বিক্রি নিয়ে কালঘাম ছুটছে ছবির নির্মাতাদের। বলাই বাহুল্য ধাকড় নিয়ে কঙ্গনার গর্জনের আসলে কোনোরকম বর্ষণই হল না।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন