‘কেজিএফ’ সিনেমার কারণে সারা ভারতে খ্যাতি অর্জন করেছিলেন কন্নড় সুপারস্টার যশ। এবার সেই যশের সিনেমা নিয়ে তৈরি হল বির্তক। কর্ণাটকের পরিবেশ মন্ত্রী ঈশ্বর ভীমান্না খন্ডরের অভিযোগ, যশের পরবর্তী ছবির শুটিংয়ের জন্য বেঙ্গালুরুর পেনিয়া এলাকার শতাধিক গাছ কাটা হয়েছে।
এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে মন্ত্রী জানিয়েছেন, বেঙ্গালুরুর পেনিয়া এলাকায় গিয়েছিলেন তিনি। জায়গাটি সংরক্ষিত বনাঞ্চল। তা রক্ষণাবেক্ষণের দায়িত্ব এক সংস্থাকে দেওয়া ছিল। মন্ত্রীর বক্তব্য, গত বছর তিনি এই এলাকার স্যাটেলাইট ইমেজে প্রচুর গাছ দেখেছিলেন, কিন্তু এখন এলাকা প্রায় ফাঁকা। জানা গেছে, সিনেমার শুটিং-এর জন্য গাছ কাটা হয়েছে।
মন্ত্রী বলেন, “আমি বিবিএমপিকে (বৃহৎ বেঙ্গালুরু মহানগর পালিকে) বিষয়টি নিয়ে বিস্তারিত রিপোর্ট দিতে বলেছি। এ বিষয়ে সম্পূর্ণ তদন্ত করার পরই উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।”
প্রসঙ্গত, অভিনেতার পরবর্তী ছবি ‘টক্সিক’। এই সিনেমায় অভিনয়ের পাশাপাশি প্রযোজনার দায়িত্বেও আছেন তিনি। এই সিনেমার মাধ্যমে করিনা কাপুর দক্ষিণী সিনেমায় আত্মপ্রকাশ করতে চলেছেন, এমনই জল্পনা ছড়িয়েছিল। পরবর্তীতে জানা যায়, শুটিংয়ের ডেট নিয়ে সমস্যা হওয়ার কারণে প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। ছবিতে নায়িকা হিসাবে কিয়ারা আডবাণির নাম শোনা যাচ্ছে এখন। আগামী বছর ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন