'কাশ্মীর ফাইলসই পথ দেখিয়েছে'! RRR-র অস্কারজয়ে 'বিতর্কিত মন্তব্য' অগ্নিহোত্রীর

তিনি বলেন, ‘বিশ্বমঞ্চে ভারতীয় ছবির জন্য এটা সুবর্ণ সময়। আমাদের ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির হাত ধরে বিশ্বমানে দর্শকের কাছে ভারতীয় ছবির দরজা খুলেছে।
'কাশ্মীর ফাইলসই পথ দেখিয়েছে'! RRR-র অস্কারজয়ে 'বিতর্কিত মন্তব্য' অগ্নিহোত্রীর
গ্রাফিক্স - নিজস্ব
Published on

২০২৩ সালের অস্কারের মঞ্চে ঐতিহাসিক জয়ের জন্য RRR (আরআরআর) এবং The Elephant Whisperers (দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স)- এর পুরো টিমকে অভিনন্দন জানিয়েছেন কাশ্মীর ফাইলের পরিচালক বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri)। একইসঙ্গে, তিনি টেনে এনেছেন বিশ্বের দরবারে কাশ্মীর ফাইলের ‘সাফল্যের কথা’।

সোমবারই, স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র বিভাগে অস্কার জিতেছে প্রথম ভারতীয় ছবি The Elephant Whisperers। ছবিটি পরিচালনা করেছেন কার্তিকি গনসালভেস এবং প্রযোজনা করেছেন গুনীত মোঙ্গা।

অন্যদিকে, ‘বেস্ট অরিজিনাল সং’ বিভাগে অস্কার জিতেছে ‘আরআরআর’ ছবির গান ‘নাটু নাটু’। দীর্ঘ জল্পনার পরে সেরার সম্মান মাথায় উঠেছে রাজামৌলির ছবির গানের। বলিউড থেকে দক্ষিণী ইন্ডাস্ট্রি - এই নিয়ে উচ্ছ্বসিত সারা দেশ। তা নিয়ে মুখ খুলেছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রীও।

কি বলেছেন তিনি?

অস্কার জয়ের জন্য অভিনন্দন জানিয়ে টুইটারে অগ্নিহোত্রী লিখেছেন, ‘#NaatuNaatu-এ অস্কার জেতার জন্য এবং ভারতকে গর্বিত করার জন্য @mmkeeravaani @ssrajamouli-কে অভিনন্দন জানাই। কি সুন্দর বিষয়! একইসঙ্গে, #TheElephantWhisperers- সেরা শর্ট তথ্যচিত্রের শিরোপা জেতার জন্য @guneetm ও @EarthSpectrum-কে অভিনন্দন জানাই। এটি ভারতীয় সিনেমার বছর।’

এরপরেই, এক সাক্ষাৎকারে জাতীয় সংবাদ মাধ্যমে (ETimes) তিনি বলেন, ‘বিশ্বমঞ্চে ভারতীয় ছবির জন্য এটা সুবর্ণ সময়। আমাদের ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির হাত ধরে বিশ্বমানের দর্শকের কাছে ভারতীয় ছবির দরজা খুলেছে। তার পর সেই রাস্তায় হেঁটেই ‘আরআরআর’ সাফল্য অর্জন করেছে।‘

একইসঙ্গে তিনি বলেন ‘মনোনয়ন পেয়েছে দু’টি তথ্যচিত্র, তার মধ্যে একটি তথ্যচিত্র অস্কার ঘরে এনেছে। মঞ্চে পুরস্কার প্রদানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীপিকা পাড়ুকোনও। এটাই তো সেরা সময়!

'কাশ্মীর ফাইলসই পথ দেখিয়েছে'! RRR-র অস্কারজয়ে 'বিতর্কিত মন্তব্য' অগ্নিহোত্রীর
এই দুই মহিলার জন্য ভারতবাসী গর্বিত - অস্কারের মঞ্চে দক্ষিণী ছবি শিরোপা জিততেই ট্যুইট রাহুল গান্ধীর

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in