২০২৫ সালে অস্কারের মঞ্চে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবে কিরণ রাও পরিচালিত ছবি ‘লাপাতা লেডিজ’। সোমবার ‘ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া’র পক্ষ থেকে বিবৃতি দিয়ে একথা জানানো হয়েছে। খবর প্রকাশ্যে আসতেই আবেগঘন পরিচালক কিরণ রাও। সমাজ মাধ্যমে লিখলেন, “আমাদের ছবিটি অস্কারে নির্বাচিত হওয়ার জন্য আমি গর্বিত।“
সোমবার সুখবর পাওয়ার পর কিরণ রাও বলেন, “আমাদের ছবিটি অস্কারের জন্য মনোনীত হওয়ায় আমি গর্বিত। এই সম্মান আমাদের গোটা দলের নিরলস পরিশ্রমের ফলাফল। আশা করি, ভারতের মতোই একইভাবে সারা বিশ্বের দর্শকের মনেও ছবিটি জায়গা করে নেবে।”
এরপরেই কিরণ রাও পুরো টিমের উদ্দেশ্যে লিখেন, "আমির খান প্রোডাকশন এবং জিও স্টুডিওকে তাদের সমর্থন এবং এই দৃষ্টিভঙ্গিতে বিশ্বাসের জন্য ধন্যবাদ জানাই। আমি সমগ্র কাস্ট এবং ক্রুকে আমার আন্তরিক ধন্যবাদ জানাতে চাই, যাদের অসীম প্রতিভা, উত্সর্গ এবং কঠোর পরিশ্রম চলচ্চিত্রটিকে এই জায়গায় এনে দিয়েছে৷"
দর্শকদের উদ্দেশ্যে কিরণ রাও লেখেন, "আপনাদের ভালবাসা এবং সমর্থন ফলে আমরা আজ অস্কারের মঞ্চে। এই অবিশ্বাস্য সম্মানের জন্য আপনাদের আবারও ধন্যবাদ।“
আগামী বছর অস্কার দৌড়ে নাম লিখিয়ে ছিল ২৯টি ছবি। প্রতিযোগীদের মধ্যে ছিল ‘অ্যানিম্যাল’, ‘শ্রীকান্ত’, ‘কল্কি’, ‘চান্দু চ্যাম্পিয়ন’, ‘জোরাম’, ‘ময়দান’, ‘শ্যাম বাহাদুর’, ‘অ্যাটিকেল ৩৭০’, তামিল ছবি ‘বাজহাই’, মালয়ালম ছবি ‘অট্টম’ এবং চলতি বছরে কান চলচ্চিত্র উৎসবে গ্রাঁ প্রি জয়ী ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’। তবে জুরি শেষ পর্যন্ত ‘লাপতা লেডিজ’ কেই বেছে নিয়েছে অস্কারের জন্য।
বাংলার ছেলে বিপ্লব গোস্বামীর পুরস্কার বিজয়ী একটি গল্পের উপর ভিত্তি করে নির্মিত ‘লাপাতা লেডিজ’। চলতি বছরের মার্চ মাসে মুক্তি পাওয়া নারী ক্ষমতায়নের উপর তৈরি এই সিনেমাটিতে রবি কিষাণ, ছায়া কদম এবং গীতা আগরওয়াল শর্মার পাশাপাশি প্রধান চরিত্রে অভিনয় করেছেন নীতাংশি গোয়েল, প্রতিভা রন্তা এবং স্পর্শ শ্রীবাস্তব। ছবিটি দর্শক ও সমালোচক মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন