আরও বিপাকে প্রাক্ত বিজেপি সাংসদ পরেশ রাওয়াল। অভিনেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করলো কলকাতা পুলিশ। সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের করা অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ গ্রহণ প্রশাসনের।
মহম্মদ সেলিমের দায়ের করা অভিযোগের ভিত্তিতে তালতলা থানায় পরেশ রাওয়ালের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩, ১৫৩এ, ১৫৩বি, ৫০৪ ও ৫০৫ ধারায় মামলা রুজু হয়। সেলিম তাঁর অভিযোগে বলেছিলেন, 'পরেশ রাওয়াল যে ভাবে তাঁর বক্তব্যে বাঙালির প্রসঙ্গ টেনে এনেছেন, তাতে দেশের সব বাঙালিকেই বাংলাদেশি বা রোহিঙ্গা বলে মনে হচ্ছে। এতে ভিনরাজ্যে থাকা বাঙালিদের নানা ভাবে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকছে। বহু বাঙালিই পশ্চিমবঙ্গের বাইরে অন্য রাজ্যে বসবাস করেন। এই ধরনের মন্তব্য তাঁদের বিপদে ফেলার জন্য যথেষ্ট।'
গুজরাটের ভালসাদে নির্বাচনের সময় বিজেপির হয়ে প্রচারে গিয়েছিলেন বিজেপি নেতা পরেশ রাওয়াল। প্রচার সভায় দেশজোড়া মুদ্রাস্ফীতি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে পরেশ রাওয়াল বলেন - 'গ্যাস সিলিন্ডারের দাম এখন বেশি, কিন্তু পরে কমে যাবে। মানুষের কর্মসংস্থানও হবে। গুজরাটের মানুষ মুদ্রাস্ফীতি সহ্য করতে পারবেন। কিন্তু পাশের বাড়িতে যদি রোহিঙ্গার উদ্বাস্তু বা বাংলাদেশিরা এসে ওঠেন, তখন গ্যাস সিলিন্ডার নিয়ে কী করবেন? বাঙালিদের জন্য মাছ ভাজবেন?'
তুমুল বিতর্কের মুখে পড়ে অবশেষে ক্ষমাও চান বিজেপি নেতা। ট্যুইটে তিনি জানান, 'মাছ নিয়ে আলাদা করে বলা ঠিক হয়নি। গুজরাতের মানুষও মাছ খান। বাঙালি বলতে আমি কী বুঝিয়েছি, সেটা স্পষ্ট করি। আমি শুধু বেআইনি ভাবে গেঁড়ে বসা বাংলাদেশি এবং রোহিঙ্গাদের কথাই বলতে চেয়েছি। কারও অনুভূতিতে আঘাত দেওয়া আমার উদ্দেশ্য ছিল না। ক্ষমা চেয়ে নিচ্ছি।'
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন