জামিন পেলেন না পর্ণ কাণ্ডে অভিযুক্ত রাজ কুন্দ্রা। এদিন রাজ কুন্দ্রা এবং তাঁর আইটি প্রধান রিয়ান থর্প-এর জামিনের আবেদন খারিজ করে তাঁদের ২৭ জুলাই পর্যন্ত হেফাজত দেয় আদালত।
শুক্রবার এই ঘটনায় পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি। সূত্রের দাবি অনুসারে তাঁর স্বামী রাজ কুন্দ্রার পর্ণোগ্রাফিক ছবি তৈরির বিষয়ে তিনি কিছু জানেন কিনা সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। যদিও ক্রাইম ব্র্যাঞ্চের পক্ষ থেকে এই বিষয়ে কিছু জানানো হয়নি।
শুক্রবার ক্রাইম ব্র্যাঞ্চের পক্ষ থেকে রাজ কুন্দ্রাকে সঙ্গে নিয়ে কুন্দ্রা শেট্টীর জুহুর বাংলোয় পৌঁছায় এক প্রতিনিধিদল। সেখানেই শিল্পা শেট্টীর বয়ান রেকর্ড করা হয়। শিল্পা শেট্টীকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি বেশ কিছু তথ্য সংগ্রহ করে তদন্তকারী দল। জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে কুন্দ্রা শেট্টী অথবা তাঁদের আইনজীবীদের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
রাজ কুন্দ্রার গ্রেপ্তারের পর মুম্বাইয়ের পুলিশ কমিশনার হেমন্ত নাগরালে জানান, গত ৪ ফেব্রুয়ারি এই ঘটনায় এক অভিযোগ দায়ের হয়। তখন থেকেই পুলিশ নজর রেখেছিলো ব্রিটিশ ইন্ডিয়ান ব্যবসায়ী ৪৬ বছরের রাজ কুন্দ্রার ওপর। তিনি আরও জানিয়েছিলেন, রাজ কুন্দ্রার বিরুদ্ধে পুলিশের কাছে যথেষ্ট তথ্যপ্রমাণ আছে এবং এই ঘটনায় তিনিই মূল চক্রান্তকারী।
- with inputs from IANS
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন