Lal Singh Chaddha: দেশের মাটিতে ফ্লপ হলেও বিদেশের মাটিতে রেকর্ড আমিরের লাল সিং চাড্ডার

মুক্তির এক সপ্তাহে আমিরের সিনেমার আয় ৭.৫ মিলিয়ন ডলার যা ভারতীয় মুদ্রায় ৫৯ কোটি টাকা। অন্যদিকে গাঙ্গুবাই-র আয় হয় ৭.৪৭ মিলিয়ন ডলার। ভুলভুলাইয়া ২ উপার্জন করে ৫.৮৮ মিলিয়ন ডলার।
লাল সিং চাড্ডায় আমির খান
লাল সিং চাড্ডায় আমির খান ছবি সৌজন্য ট্রিবিউন ইন্ডিয়া
Published on

দেশের মাটিতে বয়কটের ডাক উঠলেও বিদেশের মাটিতে চূড়ান্ত সাফল্য অর্জন করলো আমির খানের নতুন চলচ্চিত্র লাল সিং চাড্ডা। আন্তর্জাতিক প্রেক্ষাগৃহগুলিতে মুক্তি পাওয়ার পরবর্তী এক সপ্তাহে ৭.৫ মিলিয়ন ডলার আয় করে রেকর্ড সৃষ্টি করেছে এই ছবি।

বলিউড হাঙ্গামার তথ্যানুযায়ী লাল সিং চাড্ডা ২০২২ সালে আন্তর্জাতিক বক্স অফিসে সর্বাধিক আয় করা ছবি। যা গাঙ্গুবাই কাথিয়াবাড়ি, ভুলভুলাইয়া ২ এবং কাশ্মীর ফাইলসকে আয়ের দিক থেকে পেছনে ফেলে দিয়েছে।

দেশের বক্স অফিসে কার্যত ফ্লপ আমির খানের লাল সিং চাড্ডা। ১৮০ কোটি টাকার সিনেমাতে আয় হয় মাত্র ৫৫ কোটি টাকা। কিন্তু এবার বিদেশে ঝড় তুলল আমিরের এই ছবি। মুক্তির এক সপ্তাহে আমিরের সিনেমার আয় ৭.৫ মিলিয়ন ডলার যা ভারতীয় মুদ্রায় ৫৯ কোটি টাকা। অন্যদিকে গাঙ্গুবাই-র আয় হয় ৭.৪৭ মিলিয়ন ডলার। ভুলভুলাইয়া ২ উপার্জন করে ৫.৮৮ মিলিয়ন ডলার। দ্য কাশ্মীর ফাইলস আয় করে ৫.৭ মিলিয়ন ডলার।

১১ আগস্ট মুক্তি পায় লাল সিং চাড্ডা। পরের দিনই আমিরের সিনেমার ১৩০০ টি শো বন্ধ হয়ে যায়। প্রথম দিনে আমিরের সিনেমার আয় হয় ১২ কোটি টাকা। যা প্রত্যাশার চেয়ে অনেকটাই কম। ৪ বছর পর আমির বড় পর্দায় এলেও শুরুতেই জোর ধাক্কা খেতে হল তাঁকে।

উল্লেখ্য, এর আগে বলিউড হাঙ্গামা লাল সিং চাড্ডাকে ২০০০ সালের পর আমিরের সব থেকে বড় ফ্লপ সিনেমা বলে দাবি করে। লাল সিং চাড্ডার পরিচালনা করেন অদ্বৈত চন্দন। আমিরের সাথে অভিনয় করেন করিনা কাপুর খান, মোনা সিং এবং নাগা চৈতন্য।

লাল সিং চাড্ডায় আমির খান
Lal Singh Chaddha: আমির খানের লাল সিং চাড্ডা নিষিদ্ধ করার দাবিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in