আমির খানের চলচ্চিত্র লাল সিং চাড্ডার প্রদর্শন বন্ধের দাবি জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। মঙ্গলবার ২৩ আগস্ট প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব-এর আদালতে এই মামলার শুনানি হবে।
ওই জনস্বার্থ মামলার আবেদনে পশ্চিমবঙ্গে লাল সিং চাড্ডার প্রদর্শন সম্পূর্ণ বন্ধ করার দাবি জানানো হয়েছে। এর পাশাপাশি ওই আবেদনে আরও বলা হয়েছে, যদি প্রদর্শন সম্পূর্ণ বন্ধ না করা হয়, সেক্ষেত্রে প্রতিটি হলের বাইরে পুলিশকর্মী মোতায়েন রাখতে হবে। কারণ এই চলচ্চিত্রের বিষয়বস্তুতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। জানা গেছে এই জনস্বার্থ মামলা দায়ের করেছেন আইনজীবী নাজিয়া ইলাহি খান। তাঁর মতে, এই চলচ্চিত্রে সেনাবাহিনির ভূমিকা সঠিকভাবে উপস্থাপিত করা হয়নি।
উল্লেখ্য, মুক্তি পাওয়ার আগে থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে আমির খানের লাল সিং চাড্ডা। দেশের একাধিক রাজ্য থেকে ইতিমধ্যেই লাল সিং চাড্ডা বয়কটের ডাক দেওয়া হয়েছে। উঠেছে বাতিলের দাবিও। হয়েছে ট্যুইটার ট্রেন্ডিং। যার ফলে বক্স অফিসেও মুখ থুবড়ে পড়েছে লাল সিং চাড্ডা। গত ১১ আগস্ট মুক্তি পেয়েছে লাল সিং চাড্ডা।
এর আগে উত্তরপ্রদেশের এক হিন্দুত্ববাদী সংগঠনের পক্ষ থেকেও লাল সিং চাড্ডাকে নিষিদ্ধ করার দাবি জানানো হয়েছিল। আমির খানের এই চলচ্চিত্র নিষিদ্ধ করার দাবি জানিয়ে একাধিক হলের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। তাদের অভিযোগ ছিল আমির খান হিন্দু দেবদেবীকে নিয়ে মস্করা করেন। যাতে হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন