“মুসলিম মানেই আপনি একা। বিশ্ব আপনাকে বলবে সন্ত্রাসবাদী।“ - সম্প্রতি নিজের সমাজ মাধ্যমে এমনই মন্তব্য করলেন সঙ্গীতশিল্পী লাকি আলী। গায়কের এই মন্তব্য নিয়ে জল্পনা শুরু হয়েছে।
শুক্রবার নিজের এক্স হ্যান্ডেলে পোষ্ট করে লাকি আলী লেখেন, “আজ বিশ্বে মুসলমান হওয়া একাকিত্বের ব্যাপার। রাসূলের সুন্নাহ অনুসরণ করা একাকিত্বের বিষয়, আপনার বন্ধুরা আপনাকে ত্যাগ করবে, বিশ্ব আপনাকে সন্ত্রাসী বলবে।“ হঠাৎ কেন এমন মন্তব্য করলেন গায়ক, যা নিয়ে শুরু হয়েছে জল্পনা। তবে গায়কের পাশে দাঁড়িয়েছেন তাঁর ভক্তরা।
গায়কের ওই পোষ্টের কমেন্ট বক্সে তাঁর পাশে দাঁড়িয়ে একজন ভক্ত লিখেছেন, “তাতে কি কিছু এসে যায়? যদি আপনার বন্ধুরা আপনাকে ছেড়ে চলে যায়, তবে তারা কখনোই আপনার বন্ধু ছিল না। আপনার কৃতজ্ঞ হওয়া উচিত যে, আপনার ধর্মীয় বিশ্বাসের কারণে আপনি আপনার চারপাশের মানুষের মানসিকতা বুঝতে সক্ষম হয়েছেন, অন্যথায় সারা জীবন আপনি দ্বিধা বোধে থাকতেন।“
অন্য একজন লিখেছেন, “ওস্তাদজি, ভালো মানুষ যেমন আছে, খারাপ মানুষও আছে। যাই হোক না কেন, আমার মতো মানুষের কাছে, আপনি একজন কিংবদন্তি এবং সর্বদা তাই থাকবেন। আর প্রত্যেক ভালো মানুষই একজন ভালো মানুষ। তা সে লাকি আলী হোক বা লাকি শর্মা হোক তাতে কিছু যায় আসে না।“
আর একজন লিখেছেন, “ভুল সঙ্গ পাওয়ার চেয়ে একা থাকাই ভালো। যখন আমরা বস্তুবাদী লোকদের দ্বারা পরিবেষ্টিত থাকি, তখন শান্তি এবং আধ্যাত্মিকতা খুঁজে পাওয়া কঠিন।“
আরেকজন লিখেছেন, “স্যার, আপনার মাত্র এক বিলিয়ন লোকের কারণে নিজেকে দোষী মনে করবেন না। আপনি তাদের কর্মের জন্য দায়ী নন। আপনি একজন ভাল আত্মা।"
উল্লেখ্য, ন’বছর পর ফের বলিউডে ফিরেছেন গায়ক লাকি আলী। সম্প্রতি 'দো অর দো পেয়ার’ –এ গান গেয়েছেন। ছবিতে অভিনয় করেছেন বিদ্যা বালান, প্রতীক গান্ধী, ইলিয়ানা ডি'ক্রুজ, এবং সেনধিল রামামূর্তি। ছবিটি ১৯ এপ্রিল মুক্তি পেয়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন