প্রবীণ কংগ্রেস নেতা এবং রাজ্যসভার সাংসদ দিগ্বিজয় সিং সোমবার স্ট্যান্ড-আপ কমেডিয়ান কুনাল কামরা এবং মুনাব্বর ফারুকিকে মধ্যপ্রদেশের রাজধানীতে অনুষ্ঠান করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
কংগ্রেস সাংসদ দিগ্বিজয় সিং, যিনি প্রায়শই আরএসএস, বজরং দল এবং অন্য দক্ষিণপন্থী গোষ্ঠীগুলির বিরুদ্ধে সোচ্চার – তিনি এই সময় দুই কমেডিয়ানকে আমন্ত্রণ জানিয়েছেন। এর আগে রাজ্যে তাদের নির্ধারিত প্রোগ্রামগুলি বিতর্কের কারণে বাতিল হয়ে যায়। তাদের সম্পূর্ণ নিরাপত্তার আশ্বাস দিয়ে, সিং একটি শর্ত আরোপ করেছেন। যেখানে বলা হয়েছে কমেডির বিষয়বস্তু শুধুমাত্র তাকেই (দিগ্বিজয় সিং) করতে হবে।
সোমবার কংগ্রেস নেতা তাঁর ট্যুইটার হ্যান্ডেলে লেখেন, "আমি আপনার (কুনাল কামরা) এবং মুনাব্বরের জন্য ভোপালে একটি অনুষ্ঠানের আয়োজন করব। সমস্ত দায়িত্ব আমার হবে। শর্ত শুধু একটাই। শুধুমাত্র দিগ্বিজয় সিং-ই কমেডির বিষয় হবেন। সংঘীদের (আরএসএস) এতে আপত্তি করা উচিত নয়! আসুন, ভয় পাবেন না। আপনাদের সুবিধা অনুযায়ী তারিখ এবং সময় দিন। আপনাদের সমস্ত শর্ত মানা হচ্ছে।"
যদিও, দুই কমেডিয়ান ভোপাল বা মধ্যপ্রদেশের অন্য কোনও অংশে দিগ্বিজয় সিংয়ের আমন্ত্রণ গ্রহণ করছেন কিনা তা এখনও জানা যায়নি।
প্রসঙ্গত, গত মাসে, মুনাব্বর ফারুকীকে হিন্দু দক্ষিণপন্থী সংগঠনগুলির প্রতিবাদের কারণে কর্ণাটকের বেঙ্গালুরুতে একটি শো করার অনুমতি ফিরিয়ে নেওয়া হয়। এর কয়েক দিন পরে, কুণাল কামরা – যিনি সরকারের একজন সোচ্চার সমালোচক, জানিয়েছিলেন, আয়োজকদের হুমকি দেওয়ার পর বেঙ্গালুরুতে তাঁর যে স্ট্যান্ড-আপ শো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তা বাতিল করা হয়।
নিজের পোস্টে, দিগ্বিজয় সিং কুণাল কামরা সম্পর্কিত একটি সংবাদ প্রতিবেদনও ট্যাগ করেছেন। এই বছরের শুরুর দিকে, ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে জানুয়ারিতে এক বিজেপি বিধায়কের ছেলের অভিযোগের পর স্ট্যান্ড আপ কমেডিয়ান মুনাব্বর ফারুকি মধ্যপ্রদেশের ইন্দোরে এক মাস জেলে ছিলেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন